Posts

Showing posts from November 24, 2022

Translate

দানবীয় কচ্ছপ জাহাজ

Image
  পুরো বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা নিয়ে শঙ্কিত, তখন এক দানবীয় ভাসমান শহর নির্মাণের স্বপ্ন দেখছেন একদল ডিজাইনার। স্বপ্ন সত্যি হলে বিশ্বের বৃহত্তম জাহাজের তকমা দখল করে নেবে ,প্যাঞ্জিওস।সামুদ্রিক কচ্ছপের মতো দেখতে প্যাঞ্জিওস-এর নকশা করেছে ইতালির কোম্পানি লাজ্জারিনি’র ডিজাইনাররা। কল্পিত ভাসমান শহরটির নামকরণ করা হয়েছে সুপারকন্টিনেন্ট প্যাঞ্জিয়া’র নামানুসারে।প্যাঞ্জিয়া নামটি অপরিচিত মনে হলেও এই সুপারকন্টিনেন্ট ভেঙ্গে বেড়িয়ে আসা ভূখণ্ডের ওপরই গড়ে উঠেছে আজকের মানব সভ্যতা।২০ থেকে ৩৩ কোটি ৫০ লাখ বছর আগে অস্তিত্ব ছিল এই সুপারকন্টিনেন্টের। হালের এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ মহাদেশীয় ভূখণ্ডের সবগুলোই ছিল প্যাঞ্জিয়ার অংশ।ভূপৃষ্ঠের ওপরের স্তরের টেকটোনিক প্লেটের নড়াচড়ায় প্যাঞ্জিয়া ভেঙ্গেই সাত মহাদেশের উৎপত্তি।আর লাজ্জারিনির ডিজাইনারদের ভাবনাতেও প্যাঞ্জিয়া’র প্রভাব স্পষ্ট।একই সঙ্গে একটি দানবীয় ভাসমান শহর এবং বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণের স্বপ্ন দেখছেন তারা।আটশ কোটি ডলার খরচ করেই জাহাজটি নির্মাণ সম্ভব বলে জানিয়েছেন এর ডিজাইনাররা।লাজ্জারিনির নকশা অনুযায়ী,প্যাঞ্জিওসের দৈর্ঘ্য হবে ৫৫০ মিটার বা ১ হাজার ৮০০ ফ...