বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা ইংরেজি
বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা ইংরেজি photo©pixabay English : সিভিল সার্ভিস পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয় দুইটা ঘুবই গুরুত্বপূর্ণ। সমানে ফেল করে এবং আগামীতেও করবে চিন্তার কারণ নাই। So be careful about Math and English . ইংরেজি ভাল করে আয়ত্ত করতে পারলে শুধু ইহকালেই সারাজীবন উপকারিতা পাওয়া যাবে তা নয় যেকোন জায়গায় সাহস করে দুই চারটা ইংরেজি ঝাড়লে ভালো ক্রেডিটও পাবেন। My dear টাইপের personality ও গড়তে পারবেন। বিসিএস লিখিত পরীক্ষা এর ক্ষেত্রে তাই ঘটে. Deliberately reading , writing, Speaking and Listening পারলে তো সোনায় সোহাগা । এবার বলি Good English কাকে বলে? Good English = (Simple + complex + Compound sentence ) এর মাঝে Idiom, Clause, Voice Phrase, Narration, assertive,interrogative,optative,Exclamatory and tag Question আনতে পারলে ত এ্যাকের ‘ক’ । ইংরেজিতে পণ্ডিত হতেই হবে এমন না। বিসিএস পড়তে এসে যদি বার বার চিন্তা করেন আমি ইংরেজিতে দুর্বল, আমি পারবোনা, তাহলে মানসিকভাবে হেরে যাবেন। আগে জেনে না এসে ভুল করেছি, এটা ভাবার দরকার নেই । নিজেকে কখনো দুর্বল ভাববেন না। কে ভালো ই...