পড়া মনে রাখার কৌশল ও প্রিলি প্রস্তুতি copyright©pixabay Tapan Sarker Raj dada ASP, Recommended 38 BCS Merit -32nd সামনেই ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা। আজকের আলোচনায় ২ টি বিষয় জানাতে প্রচেষ্টা করবো, যা আমি অনুসরণ করেছি। ,,,,,মনে রাখার কৌশল,,,, আমি মনোযোগ দিয়ে পড়ি, তারপরও মনে থাকে না কেন? এই প্রশ্নটি আমাদের সকলেরই, আমরা সকলেই চাই আমাদের পড়া বিষয়, শেখা বিষয় যেন মনে থাকে। কিভাবে পড়লে এটা সম্ভব? সমাধানটা মোটেও কঠিন নয়। এর জন্য প্রয়োজন যথার্থ কৌশল অবলম্বন করা। প্রথমেই বলে রাখি, মানবমস্তি্স্কের ধারণক্ষমতা অপরিমেয়, তবে তার স্মরণ সক্ষমতা নির্ভর করে কতিপয় শর্তের উপর। সাধারণত আমরা যে পড়াটা শিখি তা প্রায় ২৪ ঘন্টা স্মরণে থাকে, তারপর ধীরে ধীরে বিস্মরণ হয়ে যায়। এক্ষেত্রে পড়ালেখায় আমরা নিন্মোক্ত পদ্ধতি অবলম্বন করবো,,,,, ১. প্রথমেই একটি পড়ার রুটিন তৈরি করবো ২. একটা নোট খাতা থাকবে যেখানে প্রতিদিনের পঠিতব্য বিষয়গুলোর নাম লিখা থাকবে, ৩. দিনের শুরুতে খাতার উপরে ঐদিনের তারিখ ও বার লিখতে হবে, বামপাশে বিষয় আর একেবারে ডানপাশে রিভিশন লিখতে হবে ৪. রিভিশন এর নিচে আন্ডারলাইন করে লি...
Comments
Post a Comment