Bcs Real Viva
photo©pixabay বিসিএস ভাইভা অভিজ্ঞতা রোল-111................. ৪১তম বিসিএস ভাইভা তারিখ ঃ ১৭/০১/২০২৩ প্রবেশঃ ১২.২৮ মিনিট বোর্ড প্রধান ঃ জাহিদুর রশিদ স্যার ও দুজন (৯নং বোর্ড) এক্সটার্নাল, যার একজন ভদ্রমহিলা (নাম জানা নেই)। আমিঃ আসতে পারি স্যারঃ জাহিদুর রশিদঃ জ্বি আসুন, বসুন। (১) আপনি..................(নাম) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল এ অনার্স ও মাস্টার্স করেছেন? আমিঃ জি স্যার। (২) আপনি ২০১২-১৩ সালে অনার্স ও মাস্টার্স করেছেন, what did you do during this time and what are you doing now? Me: after completion of Honours and Master’s I joined a private university as a lecturer and after that I joined Bangladesh Economic Zones Authority under Prime Minister’s Office on 1st July, 2019 as a law officer and i am working for...... now as law officer. (৩) আপনি ম্যানেজার এবং লিডারের পার্থক্য বলুন--- আমিঃ বললাম, (৪) ম্যানেজারকে লিডার হতে হবে? আমিঃ জি স্যার (৫) লিডারকে ম্যানেজার? আমিঃ জি স্যার। (৬) শিক্ষক এবং শিক্ষাবিদ পার্থক্য কী? আমিঃ...