পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ♦ সহকারী সচিব/পরিচালক (প্রশাসন) ♦ © রবিউল আলম লুইপা, ৩৫ তম বিসিএস ================================= photo©pixabay বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষার ধরন, মানবণ্টন ও সিলেবাস সম্পর্কে কিছু বলা হয়নি। তবে সহকারী পরিচালক (প্রশাসন) পদে গত দুই নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস প্রশ্নপত্রের ফরম্যাটে করা হলে প্রশ্নের ধরন একরকম হয়, আবার অন্য প্রতিষ্ঠানের (যেমন—আইবিএ) মতো করলে ধরন আরেক রকম হয়। ♦ সহকারী পরিচালক (প্রশাসন) : ২০১৯ সালের আইবিএ ফরম্যাটের প্রশ্নে একই দিনে একই খাতায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল (এমসিকিউ ৭৫ ও লিখিত ২৫)। তবে প্রিলিমিনারি প্রশ্নের এমসিকিউ উত্তরের জন্য আলাদা ওএমআর শিট দেওয়া হয়েছে। এমসিকিউ অংশের মান অনেকটা বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার মতো হয়েছিল। ৭৫ নম্বরের এমসিকিউর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ২০, গণিতে ২০, সাধারণ জ্ঞানে (বিজ্ঞান, কম্পিউটারসহ) ২০ করে নম্বর ছিল। ২৫ নম্বরের লিখিত পরীক্ষায় ১৫ নম্বরের একটি বাংলা ফোকাস রাইটিং এবং ১০ ন...