Posts

Showing posts from December 21, 2022

Translate

বিখ্যাতদের উপাধি

Image
 ★★★ বিখ্যাতদের উপাধি ★★★ -------------very very important for all job exam ১. বাংলার বাঘ – শেরে বাংলা ফজলুল হক ২. ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো ৩. দেশ বন্ধু – চিত্তরঞ্জন দাস ৪. শিল্পাচার্য – জয়নুল আবেদিন ৫. পন্ডিতজী – চাচা জওহরলাল নেহেরু ৬. মাস্টার দা – সূর্যসেন ৭. নাইটিংগেল অব ইন্ডিয়া – সরোজিনী নাইডু ৮. সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান ৯. আতাতুর্ক – কামাল পাশা ১০. ফুয়েরার – এডলফ হিটলার ১১. আরবের নাইটিংগেল – উম্মে কুলসুম ১২. উন্মাদ সন্নাসী – রাসপুটিন ১৩. লেডি উইথ দি ল্যাম্প -ফ্লোরেন্স নাইটিংগেল ১৪. কুমারী রাণী – রাণী প্রথম এলিজাবেথ ১৫. জিবিএস – জর্জ বার্নাড’শ ১৬. লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি – নেপোলিয়ন বোনাপার্ট ১৭. ব্লাইন্ড বার্ড – হোমার ১৮. সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা ১৯. গ্রে উলফ – কামাল আতাতুর্ক ২০. চে আর্নেসেটা – চে গুয়েভারা ২১. বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার ২২. লৌহ মানবী – মার্গারেট থ্যাচার ২৩. মহীশূরের বাঘ – টিপু সুলতান

বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা।

Image
 বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা। 1.অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪] 2. অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ] 3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪] 4. অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬] 5. অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪] 6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭] 7. অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018] 8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬] 9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি। 10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ। 11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫] 12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে। 13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ 14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য 15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮] 16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ 17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখত...

বাংলাদেশের বৃহত্তম

Image
 ✅বাংলাদেশের বৃহত্তম:  ১.বৃহত্তম জেলা- রাঙামাটি ২.বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম ৩.বৃহত্তম থানা- শ্যামনগর, সাতক্ষীরা ৪.বৃহত্তম গ্রাম- বানিয়াচং, হবিগঞ্জ ৫.বৃহত্তম শহর- ঢাকা ৬.বৃহত্তম বন- সুন্দরবন ৭.বৃহত্তম নদ- ব্রহ্মপুত্র নদ ৮.বৃহত্তম নদী- মেঘনা নদী ৯.বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় ১০.বৃহত্তম জাদুঘর- জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা ১১.বৃহত্তম মসজিদ- বায়ুতুল মোকারম মসজিদ, গুলিস্তান, ঢাকা ১২.বৃহত্তম মন্দির- ঢাকেশ্বরী মন্দির, ঢাকা ১৩.বৃহত্তম পাহাড়- গারো পাহাড়, (ময়মনসিংহ ও টাঙ্গাইল) ১৪.আয়তনে বৃহত্তম বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫.বৃহত্তম দ্বীপ- ভোলা ১৬.বৃহত্তম সমুদ্র সৈকত- কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার ১৭.বৃহত্তম সার কারখানা- যমুনা সার কারখানা, জামালপুর ১৮.বৃহত্তম জলপ্রপাত- মাধবকুন্ড জলপ্রপাত (বড়লেখা), মৌলভীবাজার ১৯.বৃহত্তম সিনেমা হল- মণিহার, যশোর ২০.বৃহত্তম সৌধ- জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা ২১.বৃহত্তম সিটি কর্পোরেশন- গাজীপুর সিটি কর্পােরেশন, গাজীপুর ২২.বৃহত্তম হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ২৩.বৃহত্তম স্টেডিয়াম- বঙ্গবন্ধু স্টেডিয়াম, গুলিস্তান, ঢাকা ২৪.বৃহ...

বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary

Image
 ✅বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary.  1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscu...

এক নজরে “#ফিফা_বিশ্বকাপ_ফুটবল ২০২২”

Image
 এক নজরে “#ফিফা_বিশ্বকাপ_ফুটবল ২০২২” - ☞ আসর: ২২তম ☞ সময়কাল - (২০ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২)। ☞ আয়োজক দেশ- কাতার। ☞ মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি। ☞ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৩২টি।   ☑ সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা। ☞ টুর্নামেন্টে মোট গোল সংখ্যা- ১৭২টি। ☞ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- আর্জেন্টিনা V ফ্রান্স (১৮ ডিসেম্বর, ২০২২- কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’)।ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩য়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ☞ রানার্স আপ- ফ্রান্স। ☞ তৃতীয় স্থান লাভ করে- ক্রোয়েশিয়া। ☞ চতুর্থ স্থান লাভ করে- মরক্কো। ☞ ‘ফেয়ার প্লে ট্রফি’ পায়- ইংল্যান্ড। ☞ সেরা খেলোড়ার হিসেবে ‘গোল্ডেন বল’ পান- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার ‘গোল্ডেন বল’ লাভ করেন নিওনেল মেসি (প্রথমবার গোল্ডেন বল লাভ করেন- ২০১৪ সালে)। ☞ ব্যক্তিগত সর্বেোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ লাভ করেন- ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (৮টি গোল)। ☞ সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ...

বাংলা ২৩০টি গুরুত্বপূর্ণ বানান

Image
বাংলা ২৩০টি গুরুত্বপূর্ণ  বানান  ০১) শ্বাশত___শাশ্বত ০২) শশুর___শ্বশুর ০৩) শাশুরি___শাশুড়ি ০৪) নূন্যতম___ন্যূনতম ০৫) স্বাস্থ___স্বাস্থ্য ০৬) মাহাত্ম___মাহাত্ম্য ০৭) দারিদ্র___দারিদ্র্য ০৮) প্রতিদ্বন্দ্বি___প্রতিদ্বন্দ্বী ০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা ১০) প্রতিযোগীতা___প্রতিযোগিতা ১১) উচ্ছাস___উচ্ছ্বাস ১২) অপরাহ্ন___অপরাহ্ণ ১৩) নিশিথীনি___নিশীথিনী ১৪) মনকষ্ট___মন:কষ্ট ১৫) দ্বন্দ___দ্বন্দ্ব ১৬) পিপিলিকা___পিপীলিকা ১৭) মণিষী___মনীষী ১৮) মূমূর্ষু___মুমূর্ষু ১৯) আমাবশ্যা___অমাবস্যা ২০) অত্যাধিক___অত্যধিক ২১) কটুক্তি___কটূক্তি ২২) ভূল___ভুল ২৩) ভূবন___ভুবন ২৪) সান্তনা___সান্ত্বনা ২৫) পক্ক___পক্ব ২৬) বিদূষী___বিদুষী ২৭) সমীচিন___সমীচীন ২৮) মূহুর্ত___মুহূর্ত ২৯) ব্রাক্ষণ___ব্রাহ্মণ ৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা ৩১) ইতিপূর্বে___ইতঃপূর্বে ৩২) ইতিমধ্যে___ইতোমধ্যে ৩৩) ইংরেজী___ইংরেজি ৩৪) ইষৎ___ঈষৎ ৩৫) অহরাত্রি___অহোরাত্র ৩৬) অপাঙতেয়___অপাঙ্ক্তেয় ৩৭) অন্তঃস্বত্ত্বা___অন্তঃসত্ত্বা ৩৮) আদ্যাক্ষর___আদ্যক্ষর ৩৯) অনুসূয়া___অনসূয়া ৪০) আকাংখা___আকাঙ্ক্ষা ৪১) আশ্বস্থ___আশ্বস্ত ৪২) আত্ব...

গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম

Image
 গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম ১. রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ। ২. কাজী নজরুল ইসলাম- ধূমকেতু। ৩. মীর মশাররফ হোসেন-গাজী মিয়া। ৪. প্রমথ চৌধুরী- বীরবল। ৫. সমরেশ বসু- কালকূট। ৬. মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ। ৭. সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত। ৮. মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ। ৯. অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী। ১০. প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর। ১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী। ১২. মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান। ১৩. শওকত ওসমান- শেখ আজিজুর রহমান। ১৪. কাজেম আল কোরেশী- কায়কোবাদ। ১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল। ১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত। ১৭. মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ১৮. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা। ১৯. জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা। ২০. রাজশেখর বসু- পরশুরাম।

বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

Image
 বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ১। ভাষার মূল উপকরণ – বাক্য ২। ভাষার মূল উপাদান – ধ্বনি ৩। ভাষার বৃহত্তম একক – বাক্য ৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি ৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ ৬। বাক্যের মূল উপাদান – শব্দ ৭। বাক্যের মূল উপকরণ – শব্দ ৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ ৯। শব্দের মূল উপাদান – ধ্বনি ১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি ১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি ১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ ১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে ১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে ১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে ১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত) ১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়) ১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি ১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি ২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি) ২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি ২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি ২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি ২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও ) ২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ ) ২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি ...

৪০০ কম্পিউটার ও আই.সি.টি প্রশ্ন।

Image
 ৪০০ কম্পিউটার ও আই.সি.টি প্রশ্ন। ১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র। ২। আধুনিক কম্পিউটারের জনক কে? -জন ভন নিউম্যান ৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার ৪। LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display. ৫। PC অর্থ কী? – Personal Computer. ৬। CPU কী? -Central Processing Unit ৭। 1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte. ৮। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন ৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom ১০। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা ১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে? – স্টিভ চ্যাল ও জাভেদ করিম ১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ১৩। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল ১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর ১৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার ১৬। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস ১৭। কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-Output System ১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড ১৯। কম্প...

সদর দপ্তর মনে রাখার কৌশল.

Image
 𒊹︎︎︎সদর দপ্তর মনে রাখার কৌশল...‼️ 𒊹︎︎︎যেসব সংস্থার শুরুতে W অথবা শেষে O আছে তাদের সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। যেমন:-WIPO, WHO, WMO, WTO, ILO, ISO (ব্যতিক্রম IMO যার সদরদপ্তর লন্ডনে) 𒊹︎︎︎লন্ডনে যেসব সদরদপ্তর (I AM Common) I-IMO AM-Amnesty international Common - কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা। 𒊹︎︎︎টাকা পয়সা বিষয়ক সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। যেমন-IMF,World bank. 𒊹︎︎︎Atomic /petroleum /industrial development সংক্রান্ত সংস্থার সদর দপ্তর ভিয়েনা,অস্ট্রিয়া। যেমন:-UNIDO, IAEA, OPEC ইত্যাদি। 𒊹︎︎︎ Economical এবং Educational থাকলে তাদের সদরদপ্তর প্যারিস, ফ্রান্স। যেমন:-OECD, UNESCO 𒊹︎︎︎কোন সংস্থার নাম UN কিংবা এর সাথে E/F যুক্ত হলে তার সদরদপ্তর নিউইয়র্ক। যেমন:-UNIFEM, UNICEF, UNFPA, UN 𒊹︎︎︎যেসকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে, সেগুলোর সদরদপ্তর রোম,ইতালি। যেমন:-IFAD, WEP, FAO ️𒊹︎︎︎শুরুতে I এবং শেষে A/B/C/D/F থাকলে তার সদরদপ্তর ওয়াশিংটন ডিসি,যুক্তরাষ্ট্র। যেমন:-IMF,IFC,IDA,IDB,IBRD,ICSID]

উচ্চ মাধ্যমিক এর ICT বই থেকে ২৬০ টি গুরুপ্তপূর্ন প্রশ্ন:

Image
 উচ্চ মাধ্যমিক এর ICT বই থেকে ২৬০ টি গুরুপ্তপূর্ন প্রশ্ন: ১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা ২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট ৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন ৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ ৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি ৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO ৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী ৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার ৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি ১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে ১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে ১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz ১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের ১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line ১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি ১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট ১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯) ১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে ২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে ২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে ২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সাল...