সদর দপ্তর মনে রাখার কৌশল.
𒊹︎︎︎সদর দপ্তর মনে রাখার কৌশল...‼️
𒊹︎︎︎যেসব সংস্থার শুরুতে W অথবা শেষে O আছে তাদের সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
যেমন:-WIPO, WHO, WMO, WTO, ILO, ISO
(ব্যতিক্রম IMO যার সদরদপ্তর লন্ডনে)
𒊹︎︎︎লন্ডনে যেসব সদরদপ্তর (I AM Common)
I-IMO
AM-Amnesty international
Common - কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা।
𒊹︎︎︎টাকা পয়সা বিষয়ক সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
যেমন-IMF,World bank.
𒊹︎︎︎Atomic /petroleum /industrial development সংক্রান্ত সংস্থার সদর দপ্তর ভিয়েনা,অস্ট্রিয়া।
যেমন:-UNIDO, IAEA, OPEC ইত্যাদি।
𒊹︎︎︎ Economical এবং Educational থাকলে তাদের সদরদপ্তর প্যারিস, ফ্রান্স।
যেমন:-OECD, UNESCO
𒊹︎︎︎কোন সংস্থার নাম UN কিংবা এর সাথে E/F যুক্ত হলে তার সদরদপ্তর নিউইয়র্ক।
যেমন:-UNIFEM, UNICEF, UNFPA, UN
𒊹︎︎︎যেসকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে, সেগুলোর সদরদপ্তর রোম,ইতালি।
যেমন:-IFAD, WEP, FAO
️𒊹︎︎︎শুরুতে I এবং শেষে A/B/C/D/F থাকলে তার সদরদপ্তর ওয়াশিংটন ডিসি,যুক্তরাষ্ট্র।
যেমন:-IMF,IFC,IDA,IDB,IBRD,ICSID]

Comments
Post a Comment