Translate

Real BCS Viva

 ৪১বিসিএস ভাইভা অভিজ্ঞতা 



বোর্ড: শ্রদ্ধেয় এন. সিদ্দিকা খানম স্যার 

সিরিয়াল: ৫/১৫

সময়: ১৫/১৬ মিনিট


চে: বাবা কি করেন? 

আমি: বললাম

চে: আপনি এখন কি করছেন? 

বললাম

চে: দুর্নীতি একটি অপ্রতিরোধ্য আপদ, ব্যাখ্যা করেন। 

বললাম

চে: আপদ আর বিপদের মধ্যে পার্থক্য কি?

আমি: আপদ মানুষ চাইলে প্রতিরোধ করতে পারে, বিপদ প্রতিরোধ করা কঠিন এমনকি অসম্ভব। 

এক্সটার্নাল ১: আপনার চয়েজ লিস্ট বলেন। 

আমি: প্রশাসন, কাস্টমস, পুলিশ....

এক্স১: প্রশাসনের সাথে কি কাস্টমসের কোনো সম্পর্ক আছে?

আমি: তেমন কোনো সম্পর্ক নাই স্যার। 

এক্স১: তাহলে আপনার চয়েজ লিস্টের যুক্তি কি? 

আমি: স্যার, একজন চাকরি প্রার্থী হিসেবে আমার প্রথম লক্ষ্য একটা চাকরি নিশ্চিত করা। আর প্রশাসন ক্যাডারে যেহেতু পদসংখ্যা বেশি, তাই আমার চাকরি পাওয়ার সুযোগও বেশি। আর ২য় চয়েজে কাস্টমস রাখার উদ্দেশ্য হলো এটা আমার সাব্জেক্ট ( ফাইন্যান্স)  রিলেটেড এরিয়া। তাই এখানে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করবো। 

এক্স১: সংবিধানের প্রস্তাবনার মূল মেসেজ কি? 

আমি: প্রস্তাবনায় ৪টি প্যারা আছে? প্রথমে প্রেক্ষাপট,......

এক্স১: মূলকথা কি? 

আমি:  গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষনহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা যেখানে মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার ও আইনের শাষন নিশ্চিত হবে৷ 

এক্স১: প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কয়টি? নাম বলেন. 

আমি: বললাম 

এক্স১: ভ্যাট কি? ধরেন আমি অবুঝ.. 

আমি: বললাম

এক্স২: লেইসেস ফেয়ার কি? 

আমি: পূর্ণ প্রতিযোগিতামূল মুক্ত বাজার ব্যবস্থা যেখানে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় অদৃশ্য হাতের মাধ্যমে অর্থাৎ চাহিদা ও যোগানের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। 

এক্স২: অদৃশ্য হাতের প্রবক্তা কে? 

আমি: এডাম স্মিথ 

এক্স২: তাকে কি বলা হয়? 

আমি: Father of economics. 

এক্স২: তার একটা বিখ্যাত বই আছে, নাম বলেন। 

আমি: ডাস ক্যাপিটাল ( স্লিপ অফ টাং😋) 

এক্স২: এটা তার বই? ভুল উত্তর দিবেন না। না পারলে সরি বলবেন। এতক্ষণ তো ভালোই করছিলেন। 

আমি: সরি স্যার এটা তার বই না। 

এক্স২: তাহলে এটা কার বই? 

আমি: লেলিন ( কাম সাড়া, বুঝতে পারছি আবারও ভুল করছি।)  

এক্স২: 🤔🤔

আমি: সরি স্যার, এটা কার্ল মার্ক্সের বই৷ 

এক্স২: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো বলুন। 

আমি: বললাম

এক্স২: কৃষি ও শিল্প খাতের অবদান কত?

আমি: বললাম 

এক্স২: বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন খাতে? 

আমি: গার্মেন্টস 

এক্স২: রপ্তানি আয়ের কত শতাংশ? 

আমি: ৮০+ 

এক্স২: what problems Bangladesh will face after LDC graduation? 

Me: Bangladesh will lose DFQF access in EU and other countries. RMG sector will suffer most...... 

এক্স২: can you mention another challenge? 

Me: Currently Bangladesh gets fund for joining UN conferences. But after 2026 bangladesh will have to bear all trasportation and plane cost by its own. Besides, bangladesh......

চে: দুর্নীতি দমনে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? 

আমি: দুূদক, NIS, Zero tolerance Against corruption, বিকেন্দ্রীকরণ এসব বললাম, নিলেন না। 

চে: ডিজিটালাইজেশন। এর মাধ্যমে দুর্নীতি করার সুযোগ কমে। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমে দুর্নীতি কমে না, বাড়ে। আরো কিছু বললেন। 

চে: ভিশন ২০৪১ এর মূল লক্ষ্য কি? 

আমি: ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা। 

চে: ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। 


আরো কিছু প্রশ্ন ছিলো। মনে পরছে না। 


এই হল আমার বিসিএস ভাইভা। এপিয়ার্ড বিসিএস ৪১, তাই খুব বেশি কিছু আশা করি না। বাকিটা আল্লাহ ভালো জানে। 

আপনাদের যদি সামান্য উপকারে আসে, তাই শেয়ার করা।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২