Translate

বাংলা একাডেমি পুরস্কার ২০২২

 বাংলা একাডেমি পুরস্কার ২০২২




#বাংলা_একাডেমি_সাহিত্য পুরস্কার ২০২২” পেয়েছেন মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।


✰ পুরস্কারপ্রাপ্তরা হলেন- 

🔹 কবিতায় - ফারুক মাহমুদ ও তারিক সুজাত। 

🔹 কথাসাহিত্যে - তাপস মজুমদার ও পারভেজ হোসেন। 

🔹 প্রবন্ধ বা গবেষণায় - মাসুদুজ্জামান। 

🔹 অনুবাদে - আলম খোরশেদ।

🔹 নাটকে - মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল।

🔹 শিশুসাহিত্যে - ধ্রুব এষ। 

🔹 মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় - মুহাম্মদ শামসুল হক। 

🔹 বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় - সুভাষ সিংহ রায়। 

🔹 বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে - মোকারম হোসেন।

🔹 আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে - ইকতিয়ার চৌধুরী।

🔹 ফোকলোরে - আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।


N.B: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি