অনুবাদের সেরা কৌশলঃ
অনুবাদের সেরা কৌশলঃ
বিসিএসে অনুবাদে ৬৫ নম্বর বরাদ্দ থাকে; ব্যাংকে ৪০ নম্বর বরাদ্দ থাকে। আপনি মাত্র ৩টি কৌশল মেনে চলতে ৮০%-৮৫% নম্বর তুলতে পারবেন ইনশাআল্লাহ।
১. Prepositional Phrase
বাক্য বড় করার জন্য এটা ব্যবহার করা হয়। Pre. Phrase থাকলে পিছন থেকে অনুবাদ করতে হয়।যেমনঃ "The President of Bangladesh" - "বাংলাদেশের রাষ্ট্রপতি"
সূত্রঃ ইংরেজি বাক্য যদি এমন হয়,
• Sub+v+obj+Pre. Phrase
তাহলে বাংলা অনুবাদ করতে হবে,
1• Pre. Phrase+sub+obj+v
2• sub+Pre. Phrase+obj+v
Sonali,Janata,Agrani,Rupali (S.O) 2009
"Bangladesh has experienced impressive reductions in poverty over the past 10 years.
=> (1) গত ১০ বছরের বেশি সময়ে দারিদ্র্যয় বাংলাদেশ লক্ষণীয় পরিমাণে কমার অভিজ্ঞতা লাভ করেছে।
(2) বাংলাদেশ গত ১০ বছরের বেশি সময়ে দারিদ্র্যয় লক্ষণীয় পরিমাণে কমার অভিজ্ঞতা লাভ করেছে।
২. Clauses & Phrase: বাক্যকে জটিল, কঠিন করার জন্য ব্যবহৃত হয়। বিশাল বড় একটি আলোচনা। Cluase তিন প্রকার:- Principal, Subordinate & Coordinate Clause. আবার Subordinate Clause তিন প্রকার।
• Noun Clause (৭ধরনের ব্যবহার আছে)
• Adverbial Clause ( ১০ধরনের ব্যবহার আছে)
• Adj Clause (৩ধরনের ব্যবহার আছে)
👉 প্রতিটি ব্যবহারের এলাদা এলাদা নিয়ম আছে বাংলা অনুবাদ করার। তা না জানলে পরিক্ষা দেওয়ার দরকার নেই৷
৩. 18 sentences: আপনার থেকে ১৮ধরনের বাক্যের অনুবাদ করা জানতে হবে। আর না হয় আপনি বাক্যের আগামাথা কিছুই বুজতে পারবেন না।
1. Assertive sentence
2. Affirmative "
3. Negative "
4. Emphatic "
5. Interrogative "
6. Imperative "
7. Optative "
8. Exclamatory "
9. Active sentence
10. Passive "
11. Simple sentence
12. Compound "
13. Complex "
14. Positive sentence
15. Comparative ""
16. Superlative "
17. Indirect speech
18. Direct speech
উপরের ৩টি বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, তাহলে প্রত্যাশিত নম্বর পাবেন। এছাড়া আমি অনুবাদের আরও ১০টি খুটিনাটি কৌশল দিয়েছি সেগুলো দেখুন। যারা ব্যাংক বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তারা আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিন ও আমার টাইমলাইনের গুরুত্বপূর্ণ পোস্ট ও ভিডিও গুলো দেখুন।
©️ মু সাব্বির হাসান ইস্পাহানী
Comments
Post a Comment