ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি
ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি: ২০২৩ সালে ব্যাংকের বিশাল সার্কুলার , ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ Combined Bank Circular নিয়ে কিছু কথা ------------------------------- 1. Senior Officer: Post: 922 2. Officer General: Post: 2775 3. Officer Cash: Post:2416 এছাড়া সামনে তো আবার সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হতে যাচ্ছে। হাতে তিন মাস সময় নিয়ে বসুন। এই তিন মাসের জন্য সব কিছু ভুলে যান। নিজের এবং পরিবারের কথা চিন্তা করে হলেও ভুলে যান। যত প্রকার ডিপ্রেশন আছে তা ভুলে যান। ভুলে গিয়ে পড়তে বসুন। পাশাপাশি কিছু হ্যাবিট গ্রো করতে হবে। নিচের বিষয়গুলো মন দিয়ে পড়ুন। ১। প্রতিদিন কিছু সময় ইংরেজি পত্রিকা পড়ার স্বভাব বানাতে হবে। বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতি এবং বিশ্বরাজনীতির বিষয়গুলো। এবং পড়ার সময় দরকারী তথ্য নোট করে নিতে হবে। অবসর সময়ে কেবল চোখ বুলাতে হবে। কোনোভাবেই মুখস্ত করতে যাবেন না। কেবল চোখ বুলাবেন। এটা আপনার মূল প্রস্তুতির একটা বড় অংশ কভার করবে কেননা এতে করে রিডিং হ্যাবিট গ্রো করবে যা আপনাকে রিডিং কম্প্রিহেনশন এবং সামারি রাইটি...