Translate

বিশ্ববিদ্যালয়র ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও কৌশল

 

photo©pixabay

বিশ্ববিদ্যালয়র ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও কৌশল 


👉👉বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই একটা পোস্ট-ই এনাফ


✅সাজেশনটি কোচিং করবে / যারা বাসায় প্রিপারেশন নিবে সবার জন্য। তবে স্পেশালি যারা বাসায় বসে প্রস্তুতি নিবে তাদের জন্য..


✅বাংলার_জন্য_করনীয়:::


 বাংলায় ৩ টি পার্ট থেকে প্রশ্ন হয়। 

(১) তোমার ইন্টারের মেইন বই থেকে 

(২) নবম দশম শ্রেণির বাংলা ২য় এবং

(৩) সাহিত্য ও ইতিহাস থেকে।

 যেভাবে ও যেখান থেকে প্রশ্ন হবেই সেটা উল্লেখ করছি:

✅✅✅ বাংলা প্রথম পত্র রিভিশন করার সময় নিচের প্রশ্ন গুলোকে বেশি গুরুত্ব দিবে:

১. বাংলা প্রথমপত্রের গদ্য ও পদ্যের “মূলবাণী/প্রধান আলোচ্য বিষয়/ফুটিয়ে তোলা হয়েছে/ব্যক্ত করা হয়েছে/শিক্ষনীয় বিষয়।তাই প্রতিটা গদ্য ও পদ্যের মূলবাণী মুখস্থ করতে হবে।

২. প্রতিটা গদ্যের ও পদ্যের “উৎস”

৩. কবিতার ছন্দ থেকে প্রশ্ন আসে

৪. বাংলা প্রথমপত্র অন্তর্ভুক্ত কবি ও লেখকদের পরিচিতি।

৫. শব্দার্থ। তাই পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত সবগুলা শব্দার্থ মুখস্ত করতে হবে

৬. “কবিতায় কোনো সংখ্যা/স্তবক/লাইন/কোনো বিশেষ কিছু কতবার” এ জাতীয় টপিকস থেকে প্রশ্ন এসে থাকে।

৭. বিভিন্ন গদ্যে ব্যবহৃত চরিত্রাবলী

৮. “উক্তি”- বাংলা সংকলন অন্তর্ভুক্ত কোন রচনায়/কে বলেছে/কাকে বলেছে/কেন বলেছে.. এসব থেকে

৯. গদ্য বা পদ্যের সারাংশ টা জানতে হবে, একইসাথে কবি ও লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে।


***** বাংলা ২য় পত্রে নিচের টপিকস গুলোকে বেশি গুরুত্ব দিবে:


১. ধ্বনি প্রকরণ

২. শব্দ সম্ভার

৩. পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

৪. দ্বিরুক্ত শব্দ

৫. বচন

৬. উপসর্গ

৭. সমাস

৮. প্রকৃতি ও প্রত্যয়

৯. পদ প্রকরণ

১০. পদ পরিবর্তন

১১. ক্রিয়ার কাল ও ভাব 

১২. বাক্য প্রকরণ ও রূপান্তর

১৩. বাচ্য 

১৪. সন্ধি


আবার,


১. বাগধারা 

২. সমার্থক শব্দ 

৩. বিপরীত শব্দ 

৪. পারিভাষিক শব্দ

৫. এক কথায় প্রকাশ 

৬. শুদ্ধ/অশুদ্ধ 

৭. বানান 


*এই ৭ টা টপিকস মুখস্হ করতে হবে.. এ ৭ টা টপিকস যেখানে যা পাবে।

মনে রাখবে, এই ৭ টি টপিকস থেকে কমপক্ষে ৫-৬ টি প্রশ্ন প্রায়ই এসে থাকে। 


আর, বাংলার জন্য কিছু সাহিত্যকর্ম ও ইতিহাস পড়তে হবে। যেখান থেকে প্রশ্ন আসবেই তা উল্লেখ করছি:

#প্রাচীনযুগ, মধ্যযুগ, চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন, বাংলা ভাষার আবির্ভাব, পত্রপত্রিকা, উল্লেখযোগ্য লেখক ও কবিদের গুরুত্বপূর্ণ সাহিত্যসমূহ। 


মনে রাখবে, BCS, CU, DU ,Ru এর Question সলভ করলেও অনেক বেশি কমন পাবে। 

যে টপিকস গুলোর কথা লিখছি, যেখান থেকে পারো আরেকবার রিভিশন দিয়ে দাও।


✅✅✅সাধারন_জ্ঞানের_জন্য_করনীয়:


সাধারন জ্ঞানের সিলেবাস অনেক বড়ো হলেও নিন্মোক্ত বিষয়গুলোর উপর খুব জোর দিবে:


(১) বাংলাদেশ বিষয়াবলী:


মুক্তিযুদ্ধ(***)

ভাষা আন্দোলন(**)

বঙ্গবন্ধু(**)

সীমান্ত(***)

নদী(**)

কৃষি(**)

গবেষনা কেন্দ্র(***)

উপজাতি(***)

শিক্ষা(*)

বন(*)

বর্তমান ও পুরাতন নাম(****)

দ্বীপ-চর-পর্বত-(**)

বাঙলার উৎপত্তি ও বিভিন্ন সভ্যতা(***)

সংবিধান,জাতীয় দিবস(*)

স্থাপত্য ও গ্রন্থের লেখক(***)


(২) আর্ন্তজাতিক বিষয়াবলী:

চুক্তি(***)

১ম ও ২য় বিশ্বযুদ্ধ(***)

মুদ্রার নাম(*)

আন্তজাতিক লাইন(**)

সমুদ্র বন্দর(**)

সংবাদ সংস্থা(***)

সংবাদপত্র(***)

মধ্যপ্রাচ্য(***)

রাজধানী(***)

জাতিসংঘ(***)

বিভিন্ন সংস্থা সংক্রান্ত তথ্য(****)

গেরিলা সংস্থা(**)

বিখ্যাত স্থান(***)

পুরষ্কার(***)

অপারেশন(***)


সাম্প্রতিক এর জন্য নিয়মিত পত্র পত্রিকা পড়তে পারো। সাথে current affairs (...প্রতি মাসের...)


এতোদিন যেসব বই থেকে পড়েছ, সে বই থেকে রিভিশন করতে পারো।


✅✅✅ইংরেজীর_জন্য_করনীয়:


(১) Grammar part

(2) Vocabulary part

(3)Comprehension part


প্রথমেই, গ্রামারের নিচের পার্টগুলো ভালো করে রিভিশন দিয়ে দাও--- 

✔Modals, Conditional sentence 

✔Conjunctions 

✔Causative verb 

✔Subject verb agreement 

✔Dangling modifier

✔Caluse (adjective, noun, adverb) ✔Comparison (degree)

✔Countable, uncountable 

✔pronoun, Relative pronoun (who/whom/whose) 

✔Tenses, parts of speech 

✔ Agreement 

✔Inclusive

✔Subjunctive

✔Articles,

✔Embedded Questions

✔problem verb

 

দ্বিতীয়ত, Vocabulary_part এর জন্য: 

►Synonym/Antonym ★★★ 

►Preposition & group verb★★★ 

►Sentence completition ★★ 

► Sentence correction/Spelling ★

► Substitutions/foreign word★

► Phrase idioms★★★ 

►Analogy★★ ★★

৩টা স্টার মার্ক আছে এগুলো ভালোভাবে পড়তে হবে।

Vocabulary এর জন্য saifurs student vocabulary বইটা পরতে পারো বা Bcs বা ভর্তি পরীক্ষা আসে এরকম ১০-১৫ বছরের প্রশ্ন সলভ করতে পারো। 


👉👉✅✅যা_অবশ্যই_করবে👇👇


(১) English এ বেশি সময় দাও, কমপক্ষে ৩ ঘন্টা। রুলস মুখস্থ না করে বেশি বেশি প্র্যাকটিস করো।


(২) বাংলা ও সাধারন জ্ঞানে নাম্বার বেশি তোলার চেষ্টা করো।


(৩) বাসায় কিছু মডেল টেস্টের প্রশ্ন টাইম ধরে সলভ করো, দিনের পর দিন উন্নতি হচ্ছে কিনা দেখো।


(৪)যতটা সম্ভব ফেসবুক, মোবাইল, ইন্টারনেট, টিভি বাদ দিয়ে নিজের পড়ায় মনোযোগী হও।


(৫) যত বেশি পারো রিভিশন করতে থাকো।


(৬) একটা সুন্দর রুটিন তৈরী করে নাও।


সব সময় আত্মবিশ্বাস রাখবে যে, আমি চান্স পাবো। এই ধারনা মাথায় নিয়ে নতুন উদ্যমে পড়াশুনা চালিয়ে যাও। তাহলে সাফল্য অবশ্যই আসবে।


তোমাদের সাথে আছি 

M. Shahin

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২