বিসিএস ভাইভা প্রস্তুতির A to z:
বিসিএস ভাইভা প্রস্তুতির A to z: Photo©pixabay ৩৮ তম বিসিএসে ক্যাডার প্রত্যাশীগণ ভাইভাপ্রস্তুতি নেবেন যেভাবে .............................................................. Shamim Anwar এএসপি ( র্যাব); ৩৪তম বিসিএস (পুলিশ), [বর্তমানে র্যাব-৯ এর এএসপি হিসেবে কর্মরত] এক্স- একাউন্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ............................................................... সুকঠিন প্রতিযোগিতার দুটি পর্যায় পার হয়ে আপনারা যারা স্বপ্ন পূরণের শেষ স্বর্ণদ্বারে উপনীত হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন। বাকি আর একটিমাত্র ধাপ। কঠোর পরিশ্রম ও নিরন্তর অধ্যবসায়ের সমন্বয়ে আগের দুটো ধাপ আপনি যেভাবে পাড়ি দিয়েছেন, জীবনের সবচে গুরুত্বপূর্ণ এই অগ্নিপরীক্ষায়ও যদি আপনি তেমনই সাফল্যের স্বাক্ষর রাখতে পারেন তাহলেই আপনি হয়ে যাবেন বহু আকাঙ্ক্ষা -স্বপ্ন-প্রত্যাশার বিসিএস ক্যাডার। এ পর্যায়ে আপনাকে একজন চেয়ারম্যান ( যিনি পিএসসির সদস্য) ও দুজন অভিজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তা বা ভার্সিটি টিচারের সমন্বয়ে গঠিত ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হবে, যারা আপনার মেধা যাচাইয়ের পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়াদিতে জানাশোনা...