বিসিএস ভাইবা অভিজ্ঞতা
ভাইবা অভিজ্ঞতা
![]() | |
|
বোর্ডঃ বিনয় কৃষ্ণ বালা স্যার।
চয়েজঃ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস।
মেজরঃ অর্থনীতি।
দরজা খুলে ঢুকার অনুমতি চাইলাম (সালাম দিয়েছি কিনা মনে নেই)। ঢুকার সাথে সাথে বললো বসো এবং মাস্ক খুকে কমফোর্টেবল হও।
জিজ্ঞেস করলো মাস্টার্স করোনি কেন? কখন করার ইচ্ছে?
answered.
1. What have you been doing after your graduation?
Freelance Writer in the international newspapers.
2. Which newspapers? which country they are based on?
(Answered)
3. Which topics you basically cover? Economics? Regional Politics?
(Answered)
4. Tell me about the proxies in the Russia Ukraine war? (Answered but I think I could have elaborated with more articulation)
5. Who backed Afghanistan in the 20 years of US war? Which countries? ( I answered but missed the name of China. China was a favorable force on that time)
6. Who is Princess Diana?
(Didn't know much so I said: sorry sir.)
7. What is the current situation there? Has any country recognized Taliban Government? Why not?
(Answered)
8. What are our the recent Monetary policies?
তারপর এক্সটার্নাল কে জিজ্ঞেস করতে বললো।
বলে রাখছি ম্যাডামের এক্সেন্ট ছিলো একদম ব্রিটিশ।
1. You are a columnist. That is prestigious. Why do you want to become a diplomat while you know being a writer will give you space than being a diplomate?
(Answered with touchy lines and she seemed convinced)
2. Do you know about Brexit? Has it brought precarious situation or blessing for UK? I answered 'blessing' backing my idea of illegal labor entry in the UK. She asked me to rethink saying they are facing labor shortage. What has been left now for them? I agreed with her reasoning and remained silence.
3. Imagine yourself as the High Commissioner of Bangladesh to Pakistan. You are in a meeting with their officials. Now you have a job assigned to table the issue of 1971 genocide and ask them to apologize for the crime they commited and demand compensation for the destruction they did to us. You have 2 minitues.
Answered but I am not satisfied with the answer). After 40 sec, she paused me and got into another question.
3. How many PM has resigned regarding Brexit? (Answered but missed Boris Johnson's name and took a little while). Mam was smiling and said very good.
তারপর দ্বিতীয় এক্সটার্নালকে প্রশ্ন করতে বললেন।
বাবা তোমাকে একটা প্রশ্ন করবো শুধু। As an Economist I expect you can answer it properly(He repeated the same sentence twice or thrice and at the same time My nerve was storming, thinking O Allah! Save me)
প্রশ্নঃ
দেশে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়েছে। এটা কি জিনিস? একজন অর্থনীতিবিদ হিসেবে এটা কিভাবে পরিমাপ করবে? তুমি চাইলে আমাকে সাধারণ কোন তত্ত্ব বা ম্যাথম্যটিকেল ইকোয়েশন দিয়েও বলতে পারো। আমি দ্বিতীয়টা বেছে নিলাম।
স্যার বললেন বেশ। এবং চেয়ারম্যন স্যারকে বললেনঃ স্যার, ওকে আমরা ছেড়ে দিই তাহলে।
বোর্ডে প্রথম প্রশ্নটি বাদে আল্লাহ রহমতে ফ্লুয়েন্ট ছিলাম পুরো ভাইবাতেই৷ তবে এক্সপ্রেশন বুঝিনি তাই জানিনা কতটা ভালো হয়েছে।
Mistakes:
ভাইবা বোর্ডে ম্যাডামকে স্যার বলতে মনে ছিলোনা। ৪ বারের ৩ বারই ম্যাডাম বলেছি। নার্ভাস ছিলাম। দুএকবার হাত নড়েছে কথা বলার সময়। যদিও পুরো ভাইবা বোর্ড ফ্রেন্ডলি ছিলো। তাও মনে জানতে চাই এতে কি খুব সমস্যা হবে?

Comments
Post a Comment