Translate

গুরুত্বপূর্ণ সংস্থার সর্বশেষ সদস্য

 গুরুত্বপূর্ণ সংস্থার  সর্বশেষ সদস্য 

১) WB (World Bank) এর বর্তমান সদস্য সংখ্যা -১৮৯,  সর্বশেষ -নাউরু।

২) IMF এর বর্তমান সদস্য -১৯০, সর্বশেষ - অ্যান্ডোরা। 

৩) UN বা জাতিসংঘের বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ -দক্ষিণ সুদান। 

৪) EU এর বর্তমান সদস্য -২৭, সর্বশেষ-  ক্রোয়েশিয়া। 

৫) AIIB এর বর্তমান সদস্য -৯২, সর্বশেষ -ইরাক।

৬) LDC ভুক্ত দেশের সংখ্যা -৪৫, সর্বশেষ LDC থেকে উত্তরন ঘটেছে -অ্যাঙ্গোলা ১২ ফেব্রুয়ারি ২০২১.

৭) NATO এর বর্তমান সদস্য -৩০, সর্বশেষ -  উত্তর  মেসিডোনিয়া।

৮) OPEC এর বর্তমান সদস্য -১৩, সর্বশেষ - কঙ্গো প্রজাতন্ত্র। 

৯) OECD এর বর্তমান সদস্য -৩৭, সর্বশেষ -কলম্বিয়া। 

১০) ADB এর বর্তমান সদস্য -৬৮,সর্বশেষ -নিউদ। 

১১) UNIDO এর বর্তমান সদস্য -১৭০,  সর্বশেষ- অ্যান্টিগুয়া ও বারমুডা। 

১২) UNWTO এর বর্তমান সদস্য -১৬০, সর্বশেষ - এন্টিগুয়া এন্ড বারমুড‌া। 

১৩) INTERPOL এর বর্তমান সদস্য -১৯৪,সর্বশেষ - ভানুয়াতু। 

১৪) OPCW এর বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ - ফিলিস্তিন। 

১৫) COMMON WEALTH এর বর্তমান সদস্য - ৫৬,সর্বশেষ - টো‌গো।

১৬) IOM এর বর্তমান সদস‌্য- ১৭৫, সর্বশেষ- বার্বা‌ডোস।

১৭) IDB এর বর্তমান সদস‌্য - ৫৭, সর্বশেষ - গায়না।

১৮) ILO এর বর্তমান সদস‌্য - ১৮৭, সর্বশেষ -  টোঙ্গা।

১৯) WTO এর বর্তমান সদস‌্য - ১৬৪, সর্বশেষ- আফগা‌নিস্ত‌ন।

২০) WHO এর বর্তমান সদস‌্য -১৯৪, সর্বশেষ - দ‌ক্ষিন সুদান।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২