ব্যাংক_নিয়োগ_প্রস্তুতিঃ
#ব্যাংক_নিয়োগ_প্রস্তুতিঃ #সিনিয়র* অফিসার/ অফিসার# *(আবেদন ও ব্যাংক নির্বাচন) photo©pixabay ☎️ প্রাককথনঃ বিসিএস ব্যতীত বড় নিয়োগের মধ্যে ব্যাংকের নিয়োগের মত বড় নিয়োগ আর নেই। ব্যাংক পরীক্ষায় বেশ দ্রুত নিয়োগ হয় এবং অনেক পদ থাকায় একটু পরিশ্রম করলেই চাকরী পাওয়া যায়। পাশাপাশি বিএসসি তথা ব্যাংকাস সিলেকশন কমিটি (বাংলাদেশ ব্যাংকের একটি ডিপার্টমেন্ট) মাধ্যমে নিয়োগ হওয়ায় এখানে সুপারিশ, ঘুষ, দুর্নীতির সুযোগ নেই। শুরুতেই ৯ম/ ১০ম গ্রেডের চাকরী হলেও আপনি একটা কাঠামোর মধ্যে থাকায় বেশ দুর্নীতি মুক্ত সৎ পরিবেশে চাকরী জীবন শেষ করতে পারবেন। সৎ ভাবে চাকরী করে বাড়ি গাড়ি করতে পারবেন। সামাজিক গ্রহণ যোগ্যতা এবং মর্যাদাও থাকবে। করোনার কারণে একটু নিয়োগ দীর্ঘ হচ্ছে কিন্ত অচিরেই তা কেটে যাবে। অনেকে ব্যাংকের চাকরী বোরিং বা একঘেয়ে মনে করেন কিন্ত তা নয়। এখানেও বেশ চ্যালেঞ্জ আছে। আর সরকারী ব্যাংকে পারফর্মেন্স করতে পারলে আপনি দ্রুত প্রমোশন পাবেন। কর্ম পরিবেশ আগে যাই থাকুক না কেন বিগত দশকে মেধাবী ছেলে মেয়ে এখানে যোগদান করায় বর্তমানে কর্ম পরিবেশ বেশ ভাল। #আবেদনঃ বর্তমানে সিনিয়র অফিসার এবং...