পড়া মনে রাখার কৌশল
পড়া মনে রাখার কৌশল copyright©pixabay আমি ব্যক্তিগত ভাবে কোন কিছু মুখস্ত করাটাকে ভালো ভাবে দেখিনা। আমার মনে হয়, ব্রেইনটাকে অপ্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। এই ব্যবহারটুকু না করলে, এইটা অন্য কোন কাজে ব্যবহার করা যেতো। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন- ব্রেইনের পরিমাণ এতো বেশি যে আমরা এর একটা অংশ মাত্র ব্যবহার করতে পারি। কিন্তু আমরা আসলে পারছি না। যেটুকু করছি, ভালো ভাবে করা উচিত। এরপরেও যাদের বিভিন্ন কারণে মুখস্ত করার প্রয়োজন তারা নিচের লেখাটা পড়তে পারেন। এটা আমার লেখা না, একটা ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত এটা। "✅দ্রুত* পড়া মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ* ৫টি বৈজ্ঞানিক* উপায়: 👉🎯বিরতি নিয়ে রিভিশনঃ👇🏿 _____________________ ★জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, "যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থাকে।" ★ তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। ★ তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন। _______ 🎯 👉ফাইনম্যান* পদ্ধতিঃ ___________________ ★পদার্থবিদ রিচার্ড ফাইনম...