বিশ্ববিদ্যালয়র ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও কৌশল
photo©pixabay বিশ্ববিদ্যালয়র ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও কৌশল 👉👉বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই একটা পোস্ট-ই এনাফ ✅সাজেশনটি কোচিং করবে / যারা বাসায় প্রিপারেশন নিবে সবার জন্য। তবে স্পেশালি যারা বাসায় বসে প্রস্তুতি নিবে তাদের জন্য.. ✅বাংলার_জন্য_করনীয়::: বাংলায় ৩ টি পার্ট থেকে প্রশ্ন হয়। (১) তোমার ইন্টারের মেইন বই থেকে (২) নবম দশম শ্রেণির বাংলা ২য় এবং (৩) সাহিত্য ও ইতিহাস থেকে। যেভাবে ও যেখান থেকে প্রশ্ন হবেই সেটা উল্লেখ করছি: ✅✅✅ বাংলা প্রথম পত্র রিভিশন করার সময় নিচের প্রশ্ন গুলোকে বেশি গুরুত্ব দিবে: ১. বাংলা প্রথমপত্রের গদ্য ও পদ্যের “মূলবাণী/প্রধান আলোচ্য বিষয়/ফুটিয়ে তোলা হয়েছে/ব্যক্ত করা হয়েছে/শিক্ষনীয় বিষয়।তাই প্রতিটা গদ্য ও পদ্যের মূলবাণী মুখস্থ করতে হবে। ২. প্রতিটা গদ্যের ও পদ্যের “উৎস” ৩. কবিতার ছন্দ থেকে প্রশ্ন আসে ৪. বাংলা প্রথমপত্র অন্তর্ভুক্ত কবি ও লেখকদের পরিচিতি। ৫. শব্দার্থ। তাই পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত সবগুলা শব্দার্থ মুখস্ত করতে হবে ৬. “কবিতায় কোনো সংখ্যা/স্তবক/লাইন/কোনো বিশেষ কিছু কতবার” এ জাতীয় টপিকস থেকে প্রশ্ন এসে থাকে...