Translate

Bcs Real Viva

 
photo©pixabay

বিসিএস ভাইভা অভিজ্ঞতা:

প্রার্থীর নাম : Anindya Biswas

বোর্ড: জনাব এস এম গোলাম ফারুক

তারিখ: ১৩/১২/২০২২ 

সিরিয়াল: ১০   সময়: ১২ মিনিট

বিষয়: কম্পিউটার সায়েন্স


আসসালামু আলাইকুম জানালে চেয়ারম্যান স্যার বসতে বললেন

চেয়ারম্যান স্যার: 

নাম কি? কোন বিশ্ববিদ্যালয়? 

মাস্টার্স করেন নি? এখন কি করছেন?  

: এখন বিসিএস এর জন্যেই পড়াশোনা করছি। সম্প্রতি প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি।

এই ব্যাংকের নিয়োগ কারা দেয়? 

: ব্যাংকার্স সিলেকশন কমিটি 

এখনো তো জয়েন করেন নি তাই না? এটা কোন গ্রেড এর চাকরি?

: নবম গ্রেড স্যার।

আচ্ছা আপনার চয়েজ লিস্ট বলুন।

: bcs administration, bcs customs and excise, bcs taxation 

ঠিক আছে আপনাকে আপনার থার্ড চয়েস থেকেই জিজ্ঞেস করি তাহলে।

বর্তমান বাজেট কত?

: ৬,৭৮,০৬৪ কোটি টাকা।

ট্যাক্স জিডিপি রেশিও কত?

: ৯% স্যার।

আপনি শিউর? 

: স্যার আমি পেপারে পড়েছি। এছাড়া আগামী অর্থ বছরে বাজেটে ৯.৭% লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এখন কত বলতে পারবেন?

: সরি স্যার এক্সাক্ট বলতে পারব না।

বর্তমানে বাজেটে রাজস্ব আয় কত?

: ৩,৭০,০০০ কোটি টাকা। 

আপনি শিউর? 

: সরি স্যার মোট রাজস্ব আয় ৪,৩৩,০০০ কোটি টাকা। এর মধ্যে NBR কর্তৃক আদায় হয় ৩,৭০,০০০ কোটি টাকা।

হ্যা, NBR এর বাইরেও আরো কিছু খাত থেকে আয় হয়।আর বৈদেশিক অনুদান কত?

: স্যার ৩০০০ কোটি টাকার মত।

হ্যা ৩০০০ কোটি থেকে একটু বেশি।

উন্নয়ন পরিকল্পনা কি কি আছে বলেন?

: পদ্মা সেতু...

এগুলা না, পঞ্চবার্ষিক পরিকল্পনা ইত্যাদি।

: প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১, ডেল্টা প্ল্যান ২১০০।

কততম প্রেক্ষিত পরিকল্পনা এটা? 

: ২য়।

২০৪১ এ বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত হবে? 

: ১২,৫০০ ডলার।

বর্তমানে পার ক্যাপিটা ইনকাম কত?

: ২৮২৪ ডলার।

আপডেট হয়েছে একটু জানেন কিনা?

: স্যার আমি গত অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জানি। এরপরে আর জানা নেই।

আচ্ছা একটু বেড়েছে, জেনে নেবেন।

জনশুমারি তে জনসংখ্যা বৃদ্ধি হার কত?

: ১.২২%

এর আগে কত ছিল?

: ১.৩৭% 

ডেমোগ্রাফিক ডিভিড্যান্ট কাকে বলে?

: একটি দেশের মোট জনসংখ্যার অর্ধেক এর বেশি যখন কর্মক্ষম থাকে, সেই অবস্থাকে ডেমোগ্রাফিক ডিভিড্যান্ট বলে।

কর্মক্ষম জনসংখ্যা বলতে কি বোঝেন? বয়স সীমা কত।

: স্যার ১৬-৬৪ বছরের মধ্যবর্তী জনসংখ্যা কে কর্মক্ষম জনসংখ্যা বলে।

বয়স সীমা আপনি শিউর?( সঠিক উত্তর ১৫-৬৪)

: জ্বী স্যার। তবে আমার জানায় স্বল্পতা থাকতে পারে।

আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের অবস্থান কি রকম এখন? 

: স্যার বর্তমানে বাংলাদেশের ৬২% লোক ডেমোগ্রাফিক ডিভিড্যান্টে অবস্থান করছে।(স্যার উত্তর নিলেন না সম্ভবত তবে এক্সপ্রেশন বোঝা গেলো না)

ওকে বলে এবার এক্সটার্নাল ১ কে প্রশ্ন করতে বললেন।


এক্সটার্নাল ১: 

তোমার সাব্জেক্ট কি? জেলা কোনটা?

: আমার সাব্জেক্ট কম্পিউটার সায়েন্স এবং জেলা বরিশাল।

মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সেক্টর কমান্ডার কে ছিলেন?

: স্যার নয় নম্বর সেক্টর। সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল।

শেষের দিকে কে ছিলেন?

: মেজর জয়নুল আবেদিন।

বগুড়ার ঐতিহাসিক গুরুত্ব কি?

: স্যার এটি প্রাচীন বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।

মহাস্থানগড় কোথায়?

: স্যার বগুড়া।

এটাই তো জানতে চাচ্ছিলাম। 

বলেন কুমিল্লায় কি আছে? 

: ময়নামতি ওয়ার সিমেট্রি। 

বিল ও ভাউচার কাকে বলে?

(স্যারের আওয়াজ অস্পষ্ট হওয়ায় প্রথমে শুনি নি স্যার কি জানতে চাইছেন, স্যার দুইবার রিপিট করলেও বুঝতে পারছিলাম না, তখন এক্সটার্নাল ২ ম্যাডাম প্রশ্নটা বলে দিলেন)

: সরি স্যার আমার জানা নেই।

সুশাসন কাকে বলে?

: সরকারের কর্মকাণ্ড ও জনগণের আশা আকাঙ্ক্ষার মধ্যে সামঞ্জস্য থাকলে তাকে সুশাসন বলে।

UNO এর কাজ কি বলেন?

: এন্সারড।


এক্সটার্নাল ২: 

আমাদের বাজেট কি রকম বাজেট? 

: স্যার ঘাটতি বাজেট। 

বাজেট বলতে কি বুঝ?

: সারা বছরের আয় ব্যায় এর হিসাব।

বাজেট কিভাবে করা হয়, মানে আগে আয় নাকি আগে ব্যায় হিসাব করা হয়?

: স্যার আগে ব্যায় হিসাব করা হয়।

জেন্ডার বাজেট কাকে বলে?

: জেন্ডার বাজেট বলতে নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নের সহায়ক একটি বাজেট কে বুঝায়।

জেন্ডার দিয়ে কাদের বুঝায়?

: নারী পুরুষ উভয়কে। 

জেন্ডার বাজেটের প্রায়োগিক উদাহরন দিন কিভাবে এটি বাস্তবায়িত হচ্ছে?

: সরি স্যার এ সম্পর্কে আমার বিস্তারিত ধারনা নেই।

চাইল্ড বাজেট কি জানেন?

: সরি স্যার জানা নেই।

বাজেট প্রনয়ণ পদ্ধতি বলেন?

: মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করেন। এরপর সংসদে বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতি বাজেটে সম্মতি দান করলে বাজেট পাশ হয়ে যায়।

বাজেট সংবিধানের কততম অনুচ্ছেদে আছে? 

: ৮৭ নম্বর অনুচ্ছেদ।


আচ্ছা ঠিক আছে আপনি আসুন।

ধন্যবাদ ও আসসালামু আলাইকুম জানিয়ে বের হয়ে এলাম।


আমার প্রথম বিসিএস এটা, তাই নার্ভাসনেস ছিল। তবে ভাইভা বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল, তাই ভিতরে গিয়ে কোনো ভয় লাগে নি। ভাইভা আসলে লাক, কাকে কি জিজ্ঞাসা করে বলা যায় না। যতটা পারা যায় করেছি, এখন বাকিটা সৃষ্টিকর্তা সহায়।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২