Translate

গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম


 গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম

১. রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ।

২. কাজী নজরুল ইসলাম- ধূমকেতু।

৩. মীর মশাররফ হোসেন-গাজী মিয়া।

৪. প্রমথ চৌধুরী- বীরবল।

৫. সমরেশ বসু- কালকূট।

৬. মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ।

৭. সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত।

৮. মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ।

৯. অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।

১০. প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী।

১২. মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান।

১৩. শওকত ওসমান- শেখ আজিজুর রহমান।

১৪. কাজেম আল কোরেশী- কায়কোবাদ।

১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।

১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত।

১৭. মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।

১৮. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা।

১৯. জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা।

২০. রাজশেখর বসু- পরশুরাম।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২