Bcs Real Viva
![]() | |
|
বিসিএস ভাইভা অভিজ্ঞতা
রোল-111.................
৪১তম বিসিএস ভাইভা
তারিখ ঃ ১৭/০১/২০২৩
প্রবেশঃ ১২.২৮ মিনিট
বোর্ড প্রধান ঃ জাহিদুর রশিদ স্যার ও দুজন (৯নং বোর্ড) এক্সটার্নাল, যার একজন ভদ্রমহিলা (নাম জানা নেই)।
আমিঃ আসতে পারি স্যারঃ
জাহিদুর রশিদঃ জ্বি আসুন, বসুন।
(১) আপনি..................(নাম) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল এ অনার্স ও মাস্টার্স করেছেন?
আমিঃ জি স্যার।
(২) আপনি ২০১২-১৩ সালে অনার্স ও মাস্টার্স করেছেন, what did you do during this time and what are you doing now?
Me: after completion of Honours and Master’s I joined a private university as a lecturer and after that I joined Bangladesh Economic Zones Authority under Prime Minister’s Office on 1st July, 2019 as a law officer and i am working for...... now as law officer.
(৩) আপনি ম্যানেজার এবং লিডারের পার্থক্য বলুন---
আমিঃ বললাম,
(৪) ম্যানেজারকে লিডার হতে হবে?
আমিঃ জি স্যার
(৫) লিডারকে ম্যানেজার?
আমিঃ জি স্যার।
(৬) শিক্ষক এবং শিক্ষাবিদ পার্থক্য কী?
আমিঃ বললাম
(৭) শিক্ষককে শিক্ষাবিদ হতে হবে?
আমিঃ না স্যার
(৮) শিক্ষাবিদকে কি শিক্ষক হতে হবে?
আমিঃ নট নেসেসারি স্যার।
(৯) Bureaucracy and Civil Service এর মধ্যে পার্থক্য কী?
আমিঃ বললাম
(১০) একজন মানুষের কী কী মানবিক গুণাবলি থাকা উচিত
আমিঃ বললাম
নোটঃ স্যারকে অনেক হেল্পফুল মনে হয়েছে।
এক্সটারনাল-১ (মহিলা)
আপনার প্রথম পছন্দ কী?
আমিঃ বিসিএস প্রশাসন
(১১) গুড গভর্নেন্স কী?
আমিঃ বললাম
(১২) আপনার অফিসে গুড গভর্নেন্স হলে কী পরিবর্তন আসবে?
আমিঃ বললাম
(১৩) APA এ কী?
আমিঃ Annual Performance Agreement এর স্হলে assessment বলেছি। এক্সটার্নাল-২ আমাকে সংশোধন করে দিয়েছেন।
(১৪) APA. এর পুরো প্রক্রিয়াটা বলুন।
আমিঃ সরি স্যার এটা আমার জানা নেই।
এক্সটার্নাল-২
(১৫) How many parts are there in Bangladesh Constitution?
Me: 11 parts sir
(16) Tell me all the parts...
Me: was telling....he stopped
(17) What is Republic?
Me: told
(18) what do you mean by fundamental principles of State Policy?
Me: told
(19) Differentiate Between FPSP and Fundamental Rights
Me: told
(20) Tell me about 15th Amendment
Me: told
(21) Define and distinguish Between Act, Rule, Regulation-policy
Me: differentiated
(22) Is policy judicially enforceable?
Me: ভুল বলেছি।
(২৩) আপনি মার্সটার্সে ৩.৬৭ out of 4?
Me: yes sir.
স্যারঃ বাহ ভালো।
আসার সময় সনদসমূহ হাতে ধরিয়ে দিতে দিতে বললেন, আপনার নামের বানানে yi...(Rayihan) কেনো?
আমিঃ বললাম।
নোটঃ জাহিদুর রশিদ স্যার তার প্রশ্ন সম্পন্ন করে সম্ভবত প্রক্ষালন কক্ষে😁/ফ্রেশ রুমে চলে যান।
এক্সটার্নাল-১ এর অনুমতি সাপেক্ষে আমাকে ধন্যবাদ জানিয়ে এক্সটারনাল-২ আসতে বললেন।
আমি সাবধানে ধন্যবাদ দিয়ে পিছনের পায়ে ফিরে দরজা পর্যন্ত এসে চলে আসলাম।
#ঘড়িতে সময়ঃ ১২.৪৫।
# কেমন হলো বুঝতে পারছি না।😢


Comments
Post a Comment