Translate

বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা ইংরেজি

  বিসিএস লিখিত প্রস্তুতি নির্দেশনা ইংরেজি 

photo©pixabay



English :

সিভিল সার্ভিস পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয় দুইটা ঘুবই গুরুত্বপূর্ণ। সমানে ফেল করে এবং আগামীতেও করবে চিন্তার কারণ নাই। So be careful about Math and English . ইংরেজি ভাল করে আয়ত্ত করতে পারলে শুধু ইহকালেই সারাজীবন উপকারিতা পাওয়া যাবে তা নয় যেকোন জায়গায় সাহস করে দুই চারটা ইংরেজি ঝাড়লে ভালো ক্রেডিটও পাবেন। My dear টাইপের personality ও গড়তে পারবেন। বিসিএস লিখিত পরীক্ষা এর ক্ষেত্রে তাই ঘটে. Deliberately reading , writing, Speaking and Listening পারলে তো সোনায় সোহাগা ।


এবার বলি Good English কাকে বলে?


Good English = (Simple + complex + Compound sentence ) এর মাঝে Idiom, Clause, Voice Phrase, Narration, assertive,interrogative,optative,Exclamatory and tag Question আনতে পারলে ত এ্যাকের ‘ক’ ।


ইংরেজিতে পণ্ডিত হতেই হবে এমন না। বিসিএস পড়তে এসে যদি বার বার চিন্তা করেন আমি ইংরেজিতে দুর্বল, আমি পারবোনা, তাহলে মানসিকভাবে হেরে যাবেন। আগে জেনে না এসে ভুল করেছি, এটা ভাবার দরকার নেই । নিজেকে কখনো দুর্বল ভাববেন না। কে ভালো ইংরেজি পারে বলেন?যারা ইংরেজিতে পড়াশোনা করেছে তারা, না তারাও ইংরেজিতে দুর্বল। আমি রসায়নে পড়েছি বলে কি, আমি রসায়নে পণ্ডিত। Never. হুমায়ূন আহমেদ কেন, এত পরিচিত ও জনপ্রিয় লেখক হল। একটু চিন্তা করেন, মেধা আপনারও আছে, বারুদ আপানার ভিতরেই আছে, সেটাকে জ্বালানোর পথ তা খুঁজে পাচ্ছেন না। বসে আছেন কেন, Anti-virus setup দেন, আপনার চারপাশের virus দ্বারা আপনি আক্রান্ত। Problem Face করেন এবং সেটাকে Properly Address করেন। কেউ নিয়মিত Daily Newspapers লেখালেখি করে, আমি আপনি সেটা পড়তেই পারি না। এটা বিশ্বাস করার মত কথা নয়। ইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পার করে আসলাম, কত প্রাইভেট পড়লাম, কিন্তু ইংরেজি, ইংরেজি টা আজও ভালো করে পারি কী!!!


বাংলাদেশে অধিকাংশ ছাত্রই ইংরেজিতে দুর্বল এবং যারা ক্যাডার হয়েই গেছে তারাও দুর্বল ছিল, আছে, থাকবে । ভবিষ্যতে তাই ঘটবে, পরিস্থিতির কোন পরিবর্তন হবে মনে হয়না ।


নিয়মিত চর্চা করলে অনেক ভাল নাম্বার পাওয়া যায় ।


ইংরেজি লেখাগুলো উপন্যাসের মত পড়তে হবে আর সেখানে বেশি বেশি Grammar, Vocabulary, Spelling চর্চা করতে হবে । আগ্রহ নিয়ে করলে সেটা আরও কার্যকরী হবে।

বাংলা প্রবাদ ও প্রবচনের মত Idiom and Phrase, proverb 100 টা মত মুখস্ত করে, লিখিত খাতায় টা প্রয়োগের চেষ্টা করতে হবে। খুব কাজে দিবে, যেমন Well and good, safe and soul, part and percel, every nock and corner ইত্যাদি এবং Sentence e বার বার ব্যবহার করা শিখতে হবে। রঙিন কালি ব্যবহার করতে পারলে আরও ভাল ।


Part of Speech সাধারণ ভাবে এক ধরনের অর্থ আর বাক্যে ভিন্ন ধরনের অর্থ । 

যেমন Country (দেশ) = noun, কিন্তু in the country = Adverb এর কাজ করে ।

Sentence কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা বোঝা দরকার । এতে অনুবাদ চর্চা ভাল হয় । ইংরেজি লিখা ও অনুবাদের সময় কোন Word repeatedly use করা ঠিক না ।


Spelling and Grammer ভুল করা যাবেই না।যারা ইংরেজিতে দুর্বল আপনাদের কে বলি , নিয়মিতি চর্চা করেন। বোঝেন আর নাই বোঝেন । প্রতিদিন অনুবাদ ও প্যাসেজ চর্চা করেন। কয়েক পাতা প্রয়োজনে দেখে দেখে লেখেন, আপনার হাতের গতি ও মনের গতি দুটোই বাড়বে ।


Part-A


প্রথমেই thematic and grammartical questions গুলো দ্রুত পড়ে নেন। কোন unknown ও important কিছু পেলে রুল দিয়ে underline করে নেন । ১ম প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্যে passage পরেন । passage পড়তে গিয়ে কোন unknown ও important কিছু পেলে রুল দিয়ে underline করে নেন। প্যারা আকারে থাকলে প্রতিটা প্যারা পড়ে বামে একটি word বা words দিয়ে সারমর্ম টা রুল দ্বারা প্রশ্নে বা খাতাই লিখে নিতে পারেন। এভাবে পাঁচ/ছয়টা word বা words দিয়ে passage টাকে নিজের মত আয়ত্ত করে নেন । এতে ১০/১৫ মিনিট সময় লাগে এবং পুরো প্যাসেজ টা আয়ত্তে চলে আসে ।


যেমন

1. History/Background/introduction

2. Development of process/kinds

3. Utilization

4. Effect / result/impact on civilization and environment

5. Protection/ Recommendation/ conclution

6. Future work should be done.


সব কিছু বিবেচনা করে নিজের মত মনে মনে একটা টাইটেল ঠিক করে ফেলেন । passage আপনাকে কী তথ্য দিচ্ছে সেটা খুব ভাল ভাবে অনুধাবন করার চেষ্টা করেন। মনে মনে passage এর অন্তর্নিহিত অর্থ খুঁজে নেন। সারমর্ম লিখে ফেলেন ।

Change of Part of Speech, Sentence Adjustment and Punctuation নিয়মিত চর্চা করেন। এগুলোতে ভুল করা যাবে না।

Vocabulary :

আপনার শব্দভাণ্ডার যত বেশি সমৃদ্ধ হবে, ভাষার প্রতি দখল তত আসবে। অনুবাদ তত ভাল পারবেন। Vocabulary যেকোন ভাবে পড়া যায়, বাজারের গাইড বই, পত্রিকা, google, Youtube, Wikipaedia, Daily Star, Project syndicate (এখান থেকে প্রথমআলো পত্রিকায় নিয়মিত অনুবাদ করেন প্রতীক বর্ধন) etc. তবে কোন শব্দ নিয়ে পরিষ্কার ধারণা পেতে চাইলে Bangla Academy English to Bangla Dictionary দেখবেন। ব্যক্তিগতভাবে নিষেধ করবো আপনি মোবাইল Dictionary Use করবেন না।নতুন শব্দ শিখার মাঝে আনন্দ আছে। 

লক্ষ্য রাখবেন, passage এ এমন কিছু থাকে যেটা সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে দেশের মানুষকে জানানো দরকার। গণসচেনতা গড়ে তোলা দরকার । সেটাই Editorial Letter. কয়েক জন মিলে ভাল শব্দ চয়ন করে একটা ফরম্যাট দাঁড় করালে, রুমে প্র্যাকটিস করলে অনেক ভাল নাম্বার আসবে আশা করা যায়। এখানে আপনার চিন্তার কিছুটা বহিঃপ্রকাশ ঘটাতে পারেন, আর কী । Letter লেখা বাম দিকের পাতা থেকে শুরু করবেন ।


Part –B


Eassy : বাংলা ও ইংরেজি প্রায় একই রকম । দুটি রচনাই কমন আসবে ইনশাল্লাহ । কেবল ভাষা ভিন্ন ।তথ্য, চিত্র, মানচিত্র, ছক, কোটেশন, উক্তি , অর্থনৈতিক সমীক্ষা এমন ভাবে দিবেন যেন আপনার খতাটা আকর্ষণ করে । কারো এক দেখাতেই হয়ে যায় কারো শত চেষ্টাই বৃথা।গান সবাই গায় কিন্তু গায়ক সবাই নয়। আপনার সুন্দর ও মনোমুগ্ধকর উপস্থাপনা ক্যাডার হতে আপনাকে এগিয়ে রাখবে । 


৩৫তম তে বেশি লিখে নন ক্যাডার আর ৩৬তম তে কম কিন্তু প্ল্যান করে আকর্ষণীয় লেখায়, ১ম পছন্দ পুলিশ ক্যাডার ।


অনুবাদঃ (very much important )


আপনার ভাষার গভীরতা কত, তা অনুবাদেই প্রকাশ পাই। আপনি কতটা সাহিত্যমনা, সাহিত্যানুরাগী এটা অনুবাদেই ফুটে ওঠে । অনুবাদ প্রতিদিন চর্চা করতে হয়।বাজারের গাইড বইগুলোর অনুবাদ চর্চা করলেই যথেষ্ট।পরে সময় পেলে ইংরেজি ও বাংলা পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করা যায়। তবে এতটা সময় হাতে পাওয়া কঠিন । বড় বড় complex sentence অনুবাদ খুব সরল বাংলায় করলে ভাল। অনুবাদ মূলত ভাবানুবাদ। প্রয়োজনে আক্ষরিক অনুবাদ করা যায়। অনুবাদ এখন অনেক বড় আসে তাই সতর্ক থাকবেন পুরোটাই উত্তর করে আসতে হবে। অনেক ক্ষেত্রে পৃথিবীর সেরা sentence টা না বললেও পৃথিবীর সেরা কাজটা হয়ে যাই। বিসিএস বাংলা পড়াশুনার সময় মাঝে মাঝে মনে মনে চিন্তা করবেন কোন বাংলা শব্দের ইংরেজিটা জানিনা, ঠিক একই ভাবে ইংরেজি পড়ার সময় চিন্তা করবেন কোন ইংরেজি শব্দটার মানে আমি জানিনা। দ্রুত জেনে ফেলেন। পত্রিকা, , বাংলা,বাংলাদেশ ও আন্তর্জাতিক পড়ার সময় নতুন কোন বাংলা শব্দ পেলে সেটার ইংরেজি খুঁজার চেষ্টা করবেন। অনুবাদ ভাল পারবেন, vocabulary তে ভাল করবেন।


আপনি প্রথম যে বিসিএস দিচ্ছেন সেটাই তো আপনার শেষ বিসিএস নয় । আপনি প্রিলি যত ভালো প্রিপারেশন নিবেন । লিখিতে তত লাভবান হবেন । প্রিলির ভালো প্রিপারেশন প্রায় ৫০% লিখিত প্রিপারেশন এর মত কাজ করে। আবার যখন লিখিত পড়াশুনা করবেন প্রিলি তখন অনেক সহজ হয়ে যাবে। লিখিত পড়াশুনা টা আগ্রহ নিয়ে পড়লে ভাইভা অনেক ভাল হয়। প্রিলির প্রিপারেশন এমন ভাবে নেওয়া দরকার যেন আপনাকে কাটস মার্কের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে দোড়াদোড়ি করতে না হয় । প্রিলির প্রস্তুতি এমনভাবে নেন,যেন বাংলাদেশের জব রিলেটেড এমসিকিউ পরীক্ষায় আপনি কোয়ালিফাই করেন।


মোঃ রুবেল হক,

সহকারি পুলিশ সুপার (সুপারিশপ্রাপ্ত), ৩৬্তম বিসিএস

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২