Posts

Translate

বিখ্যাতদের উপাধি

Image
 ★★★ বিখ্যাতদের উপাধি ★★★ -------------very very important for all job exam ১. বাংলার বাঘ – শেরে বাংলা ফজলুল হক ২. ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো ৩. দেশ বন্ধু – চিত্তরঞ্জন দাস ৪. শিল্পাচার্য – জয়নুল আবেদিন ৫. পন্ডিতজী – চাচা জওহরলাল নেহেরু ৬. মাস্টার দা – সূর্যসেন ৭. নাইটিংগেল অব ইন্ডিয়া – সরোজিনী নাইডু ৮. সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান ৯. আতাতুর্ক – কামাল পাশা ১০. ফুয়েরার – এডলফ হিটলার ১১. আরবের নাইটিংগেল – উম্মে কুলসুম ১২. উন্মাদ সন্নাসী – রাসপুটিন ১৩. লেডি উইথ দি ল্যাম্প -ফ্লোরেন্স নাইটিংগেল ১৪. কুমারী রাণী – রাণী প্রথম এলিজাবেথ ১৫. জিবিএস – জর্জ বার্নাড’শ ১৬. লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি – নেপোলিয়ন বোনাপার্ট ১৭. ব্লাইন্ড বার্ড – হোমার ১৮. সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা ১৯. গ্রে উলফ – কামাল আতাতুর্ক ২০. চে আর্নেসেটা – চে গুয়েভারা ২১. বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার ২২. লৌহ মানবী – মার্গারেট থ্যাচার ২৩. মহীশূরের বাঘ – টিপু সুলতান

বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা।

Image
 বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা। 1.অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪] 2. অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ] 3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪] 4. অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬] 5. অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪] 6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭] 7. অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018] 8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬] 9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি। 10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ। 11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫] 12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে। 13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ 14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য 15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮] 16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ 17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখত...

বাংলাদেশের বৃহত্তম

Image
 ✅বাংলাদেশের বৃহত্তম:  ১.বৃহত্তম জেলা- রাঙামাটি ২.বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম ৩.বৃহত্তম থানা- শ্যামনগর, সাতক্ষীরা ৪.বৃহত্তম গ্রাম- বানিয়াচং, হবিগঞ্জ ৫.বৃহত্তম শহর- ঢাকা ৬.বৃহত্তম বন- সুন্দরবন ৭.বৃহত্তম নদ- ব্রহ্মপুত্র নদ ৮.বৃহত্তম নদী- মেঘনা নদী ৯.বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় ১০.বৃহত্তম জাদুঘর- জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা ১১.বৃহত্তম মসজিদ- বায়ুতুল মোকারম মসজিদ, গুলিস্তান, ঢাকা ১২.বৃহত্তম মন্দির- ঢাকেশ্বরী মন্দির, ঢাকা ১৩.বৃহত্তম পাহাড়- গারো পাহাড়, (ময়মনসিংহ ও টাঙ্গাইল) ১৪.আয়তনে বৃহত্তম বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫.বৃহত্তম দ্বীপ- ভোলা ১৬.বৃহত্তম সমুদ্র সৈকত- কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার ১৭.বৃহত্তম সার কারখানা- যমুনা সার কারখানা, জামালপুর ১৮.বৃহত্তম জলপ্রপাত- মাধবকুন্ড জলপ্রপাত (বড়লেখা), মৌলভীবাজার ১৯.বৃহত্তম সিনেমা হল- মণিহার, যশোর ২০.বৃহত্তম সৌধ- জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা ২১.বৃহত্তম সিটি কর্পোরেশন- গাজীপুর সিটি কর্পােরেশন, গাজীপুর ২২.বৃহত্তম হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ২৩.বৃহত্তম স্টেডিয়াম- বঙ্গবন্ধু স্টেডিয়াম, গুলিস্তান, ঢাকা ২৪.বৃহ...

বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary

Image
 ✅বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary.  1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscu...

এক নজরে “#ফিফা_বিশ্বকাপ_ফুটবল ২০২২”

Image
 এক নজরে “#ফিফা_বিশ্বকাপ_ফুটবল ২০২২” - ☞ আসর: ২২তম ☞ সময়কাল - (২০ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২)। ☞ আয়োজক দেশ- কাতার। ☞ মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি। ☞ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৩২টি।   ☑ সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা। ☞ টুর্নামেন্টে মোট গোল সংখ্যা- ১৭২টি। ☞ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- আর্জেন্টিনা V ফ্রান্স (১৮ ডিসেম্বর, ২০২২- কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’)।ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩য়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ☞ রানার্স আপ- ফ্রান্স। ☞ তৃতীয় স্থান লাভ করে- ক্রোয়েশিয়া। ☞ চতুর্থ স্থান লাভ করে- মরক্কো। ☞ ‘ফেয়ার প্লে ট্রফি’ পায়- ইংল্যান্ড। ☞ সেরা খেলোড়ার হিসেবে ‘গোল্ডেন বল’ পান- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার ‘গোল্ডেন বল’ লাভ করেন নিওনেল মেসি (প্রথমবার গোল্ডেন বল লাভ করেন- ২০১৪ সালে)। ☞ ব্যক্তিগত সর্বেোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ লাভ করেন- ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (৮টি গোল)। ☞ সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ...

বাংলা ২৩০টি গুরুত্বপূর্ণ বানান

Image
বাংলা ২৩০টি গুরুত্বপূর্ণ  বানান  ০১) শ্বাশত___শাশ্বত ০২) শশুর___শ্বশুর ০৩) শাশুরি___শাশুড়ি ০৪) নূন্যতম___ন্যূনতম ০৫) স্বাস্থ___স্বাস্থ্য ০৬) মাহাত্ম___মাহাত্ম্য ০৭) দারিদ্র___দারিদ্র্য ০৮) প্রতিদ্বন্দ্বি___প্রতিদ্বন্দ্বী ০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা ১০) প্রতিযোগীতা___প্রতিযোগিতা ১১) উচ্ছাস___উচ্ছ্বাস ১২) অপরাহ্ন___অপরাহ্ণ ১৩) নিশিথীনি___নিশীথিনী ১৪) মনকষ্ট___মন:কষ্ট ১৫) দ্বন্দ___দ্বন্দ্ব ১৬) পিপিলিকা___পিপীলিকা ১৭) মণিষী___মনীষী ১৮) মূমূর্ষু___মুমূর্ষু ১৯) আমাবশ্যা___অমাবস্যা ২০) অত্যাধিক___অত্যধিক ২১) কটুক্তি___কটূক্তি ২২) ভূল___ভুল ২৩) ভূবন___ভুবন ২৪) সান্তনা___সান্ত্বনা ২৫) পক্ক___পক্ব ২৬) বিদূষী___বিদুষী ২৭) সমীচিন___সমীচীন ২৮) মূহুর্ত___মুহূর্ত ২৯) ব্রাক্ষণ___ব্রাহ্মণ ৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা ৩১) ইতিপূর্বে___ইতঃপূর্বে ৩২) ইতিমধ্যে___ইতোমধ্যে ৩৩) ইংরেজী___ইংরেজি ৩৪) ইষৎ___ঈষৎ ৩৫) অহরাত্রি___অহোরাত্র ৩৬) অপাঙতেয়___অপাঙ্ক্তেয় ৩৭) অন্তঃস্বত্ত্বা___অন্তঃসত্ত্বা ৩৮) আদ্যাক্ষর___আদ্যক্ষর ৩৯) অনুসূয়া___অনসূয়া ৪০) আকাংখা___আকাঙ্ক্ষা ৪১) আশ্বস্থ___আশ্বস্ত ৪২) আত্ব...

গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম

Image
 গুরুত্বপূর্ণ ২০টি কবির ছদ্মনাম ১. রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ। ২. কাজী নজরুল ইসলাম- ধূমকেতু। ৩. মীর মশাররফ হোসেন-গাজী মিয়া। ৪. প্রমথ চৌধুরী- বীরবল। ৫. সমরেশ বসু- কালকূট। ৬. মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ। ৭. সুনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত। ৮. মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ। ৯. অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী। ১০. প্যারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর। ১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী। ১২. মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান। ১৩. শওকত ওসমান- শেখ আজিজুর রহমান। ১৪. কাজেম আল কোরেশী- কায়কোবাদ। ১৫. বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল। ১৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত। ১৭. মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ১৮. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা। ১৯. জসীম উদ্দিন- জমির উদ্দিন মোল্লা। ২০. রাজশেখর বসু- পরশুরাম।