Posts

Translate

পড়া মনে রাখার কৌশল

Image
 পড়া মনে রাখার কৌশল copyright©pixabay আমি ব্যক্তিগত ভাবে কোন কিছু মুখস্ত করাটাকে ভালো ভাবে দেখিনা। আমার মনে হয়, ব্রেইনটাকে অপ্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। এই ব্যবহারটুকু না করলে, এইটা অন্য কোন কাজে ব্যবহার করা যেতো। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন- ব্রেইনের পরিমাণ এতো বেশি যে আমরা এর একটা অংশ মাত্র ব্যবহার করতে পারি।  কিন্তু আমরা আসলে পারছি না। যেটুকু করছি, ভালো ভাবে করা উচিত।  এরপরেও যাদের বিভিন্ন কারণে মুখস্ত করার প্রয়োজন তারা নিচের লেখাটা পড়তে পারেন। এটা আমার লেখা না, একটা ফেসবুক গ্রুপ থেকে সংগৃহীত এটা।  "✅দ্রুত* পড়া মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ* ৫টি বৈজ্ঞানিক* উপায়: 👉🎯বিরতি নিয়ে রিভিশনঃ👇🏿 _____________________ ★জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, "যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থাকে।" ★ তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। ★ তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন।  _______ 🎯 👉ফাইনম্যান* পদ্ধতিঃ ___________________ ★পদার্থবিদ রিচার্ড ফাইনম...

বিখ্যাতদের উপাধি

Image
 ★★★ বিখ্যাতদের উপাধি ★★★ -------------very very important for all job exam ১. বাংলার বাঘ – শেরে বাংলা ফজলুল হক ২. ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো ৩. দেশ বন্ধু – চিত্তরঞ্জন দাস ৪. শিল্পাচার্য – জয়নুল আবেদিন ৫. পন্ডিতজী – চাচা জওহরলাল নেহেরু ৬. মাস্টার দা – সূর্যসেন ৭. নাইটিংগেল অব ইন্ডিয়া – সরোজিনী নাইডু ৮. সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান ৯. আতাতুর্ক – কামাল পাশা ১০. ফুয়েরার – এডলফ হিটলার ১১. আরবের নাইটিংগেল – উম্মে কুলসুম ১২. উন্মাদ সন্নাসী – রাসপুটিন ১৩. লেডি উইথ দি ল্যাম্প -ফ্লোরেন্স নাইটিংগেল ১৪. কুমারী রাণী – রাণী প্রথম এলিজাবেথ ১৫. জিবিএস – জর্জ বার্নাড’শ ১৬. লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি – নেপোলিয়ন বোনাপার্ট ১৭. ব্লাইন্ড বার্ড – হোমার ১৮. সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা ১৯. গ্রে উলফ – কামাল আতাতুর্ক ২০. চে আর্নেসেটা – চে গুয়েভারা ২১. বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার ২২. লৌহ মানবী – মার্গারেট থ্যাচার ২৩. মহীশূরের বাঘ – টিপু সুলতান

বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা।

Image
 বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি বাগধারা। 1.অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪] 2. অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ] 3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪] 4. অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬] 5. অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪] 6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭] 7. অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018] 8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬] 9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি। 10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ। 11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫] 12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে। 13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ 14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য 15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮] 16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ 17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখত...

বাংলাদেশের বৃহত্তম

Image
 ✅বাংলাদেশের বৃহত্তম:  ১.বৃহত্তম জেলা- রাঙামাটি ২.বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম ৩.বৃহত্তম থানা- শ্যামনগর, সাতক্ষীরা ৪.বৃহত্তম গ্রাম- বানিয়াচং, হবিগঞ্জ ৫.বৃহত্তম শহর- ঢাকা ৬.বৃহত্তম বন- সুন্দরবন ৭.বৃহত্তম নদ- ব্রহ্মপুত্র নদ ৮.বৃহত্তম নদী- মেঘনা নদী ৯.বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় ১০.বৃহত্তম জাদুঘর- জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা ১১.বৃহত্তম মসজিদ- বায়ুতুল মোকারম মসজিদ, গুলিস্তান, ঢাকা ১২.বৃহত্তম মন্দির- ঢাকেশ্বরী মন্দির, ঢাকা ১৩.বৃহত্তম পাহাড়- গারো পাহাড়, (ময়মনসিংহ ও টাঙ্গাইল) ১৪.আয়তনে বৃহত্তম বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫.বৃহত্তম দ্বীপ- ভোলা ১৬.বৃহত্তম সমুদ্র সৈকত- কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার ১৭.বৃহত্তম সার কারখানা- যমুনা সার কারখানা, জামালপুর ১৮.বৃহত্তম জলপ্রপাত- মাধবকুন্ড জলপ্রপাত (বড়লেখা), মৌলভীবাজার ১৯.বৃহত্তম সিনেমা হল- মণিহার, যশোর ২০.বৃহত্তম সৌধ- জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা ২১.বৃহত্তম সিটি কর্পোরেশন- গাজীপুর সিটি কর্পােরেশন, গাজীপুর ২২.বৃহত্তম হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ২৩.বৃহত্তম স্টেডিয়াম- বঙ্গবন্ধু স্টেডিয়াম, গুলিস্তান, ঢাকা ২৪.বৃহ...

বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary

Image
 ✅বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary.  1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscu...

এক নজরে “#ফিফা_বিশ্বকাপ_ফুটবল ২০২২”

Image
 এক নজরে “#ফিফা_বিশ্বকাপ_ফুটবল ২০২২” - ☞ আসর: ২২তম ☞ সময়কাল - (২০ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২)। ☞ আয়োজক দেশ- কাতার। ☞ মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি। ☞ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৩২টি।   ☑ সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা। ☞ টুর্নামেন্টে মোট গোল সংখ্যা- ১৭২টি। ☞ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- আর্জেন্টিনা V ফ্রান্স (১৮ ডিসেম্বর, ২০২২- কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’)।ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩য়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ☞ রানার্স আপ- ফ্রান্স। ☞ তৃতীয় স্থান লাভ করে- ক্রোয়েশিয়া। ☞ চতুর্থ স্থান লাভ করে- মরক্কো। ☞ ‘ফেয়ার প্লে ট্রফি’ পায়- ইংল্যান্ড। ☞ সেরা খেলোড়ার হিসেবে ‘গোল্ডেন বল’ পান- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার ‘গোল্ডেন বল’ লাভ করেন নিওনেল মেসি (প্রথমবার গোল্ডেন বল লাভ করেন- ২০১৪ সালে)। ☞ ব্যক্তিগত সর্বেোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ লাভ করেন- ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (৮টি গোল)। ☞ সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ...

বাংলা ২৩০টি গুরুত্বপূর্ণ বানান

Image
বাংলা ২৩০টি গুরুত্বপূর্ণ  বানান  ০১) শ্বাশত___শাশ্বত ০২) শশুর___শ্বশুর ০৩) শাশুরি___শাশুড়ি ০৪) নূন্যতম___ন্যূনতম ০৫) স্বাস্থ___স্বাস্থ্য ০৬) মাহাত্ম___মাহাত্ম্য ০৭) দারিদ্র___দারিদ্র্য ০৮) প্রতিদ্বন্দ্বি___প্রতিদ্বন্দ্বী ০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা ১০) প্রতিযোগীতা___প্রতিযোগিতা ১১) উচ্ছাস___উচ্ছ্বাস ১২) অপরাহ্ন___অপরাহ্ণ ১৩) নিশিথীনি___নিশীথিনী ১৪) মনকষ্ট___মন:কষ্ট ১৫) দ্বন্দ___দ্বন্দ্ব ১৬) পিপিলিকা___পিপীলিকা ১৭) মণিষী___মনীষী ১৮) মূমূর্ষু___মুমূর্ষু ১৯) আমাবশ্যা___অমাবস্যা ২০) অত্যাধিক___অত্যধিক ২১) কটুক্তি___কটূক্তি ২২) ভূল___ভুল ২৩) ভূবন___ভুবন ২৪) সান্তনা___সান্ত্বনা ২৫) পক্ক___পক্ব ২৬) বিদূষী___বিদুষী ২৭) সমীচিন___সমীচীন ২৮) মূহুর্ত___মুহূর্ত ২৯) ব্রাক্ষণ___ব্রাহ্মণ ৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা ৩১) ইতিপূর্বে___ইতঃপূর্বে ৩২) ইতিমধ্যে___ইতোমধ্যে ৩৩) ইংরেজী___ইংরেজি ৩৪) ইষৎ___ঈষৎ ৩৫) অহরাত্রি___অহোরাত্র ৩৬) অপাঙতেয়___অপাঙ্ক্তেয় ৩৭) অন্তঃস্বত্ত্বা___অন্তঃসত্ত্বা ৩৮) আদ্যাক্ষর___আদ্যক্ষর ৩৯) অনুসূয়া___অনসূয়া ৪০) আকাংখা___আকাঙ্ক্ষা ৪১) আশ্বস্থ___আশ্বস্ত ৪২) আত্ব...