প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পরীক্ষার আদ্যপান্ত
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকরী পরিচালক চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা সার্কুলার হয়েছে। ১. সহকারী পরিচালক (নন - টেকনিক্যাল): ০৬ টা পোস্ট। ২. সহকারী পরিচালক (এডি): ১১ টা পোস্ট। ** ১ নং পোস্ট হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডি। এখানে চাকরি পেলে পোস্টিং হবে আর্মি/নেভি/এয়ার হেট কোয়ার্টারে, সশস্র বাহিনী বিভাগে, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে। ৯-৫ টা অফিস। শুক্র, শনি, সরকারি ছুটির দিনে ছুটি। ফুল সরকারি অফিসের মত অফিস। ৫ বছরে ডিডি হওয়া যাবে, মিশন সুবিধা আছে। ** ২ নং পোস্ট হলো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের এডি। এখানে পোস্টিং সারা বাংলাদেশেই হতে পারে। বিভিন্ন ক্যান্টনমেন্ট, বিভিন্ন জেলায় ক্যান্টনমেন্ট না থাকলেও পোস্টিং হয়। (সব জেলায় অফিস নাই)। শুক্র, শনি, সরকারি ছুটির দিনে ছুটি নাই। ছুটি নির্ভর করে বসের উপরে। এই চাকরিতে সামরিক অফিসার সব সময় বস হবেন। এখানে চাকরি করতে হবে আর্মি, নেভি, এয়ার ফোর্সের অফিসার ও অন্যান্য পদবীর লোকজনদের সাথে। এই চাকরিতে সর্ব সাকুল্যে সিভিল অফিসার আছে ১২০/১৩০ জন। অন্যরা সবা...