NSI পরীক্ষার প্রস্তুতি ও কৌশল
Photo©pixabay NSI পরীক্ষার প্রস্তুতি ও কৌশল NSI পরীক্ষার সিলেবাস,পরীক্ষার ধরণ,কোন বই,কিভাবে পড়বেন ও টপ সাজেশন National Security Intelligence (NSI) এ বিপুল সংখ্যক পোস্টের সার্কুলার আসতেছে,সঠিক দিকনির্দেশনা,ও পরিশ্রম আর টেকনিক অবলম্বন করে পড়লে এখানে পাশ করা সম্ভব। চলুন জেনে নেই পরীক্ষার বিস্তারিত। পরীক্ষার ধরণঃ ১. এমসিকিউ ২. রিটেন ৩. ভাইভা। (তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক ও মেডিকেল টেস্ট ও হতে পারে) এমসিকিউ পরীক্ষাঃ ১০০ মার্কের হয়/১ ঘণ্টা সময়। এমসিকিউ পরীক্ষার সিলেবাসঃ এমসিকিউ পরীক্ষার জন্য নির্দিস্ট কোন সিলেবাস নাই তবে বিগত সালের প্রশ্ন এনালাইসিস করে দেখা যায় অনেকটা বিসিএস এর সিলেবাস কে ফলো করে তবে কিছুটা ব্যতিক্রম ও রয়েছে যেমনঃ ১. বাংলা (১০- ২০ টি প্রশ্ন থাকতে পারে) ২. ইংলিশ (১০- ২০ টি প্রশ্ন থাকতে পারে) ৩. সাধারণ গণিত (১০- ১৫ টি প্রশ্ন থাকতে পারে) ৪. সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক ) (৩৫ - ৪০ টি প্রশ্ন থাকতে পারে) ৫. সাধারণ বিজ্ঞান (৩- ৫ টি প্রশ্ন থাকতে পারে) ৬. আইসিটি ( ৮ - ১০ টি প্রশ্ন থাকতে পারে) ৭. মানসিক দক্ষতা (০- ১০ টি প্রশ্ন থাকতে পারে) এখন প্রশ্ন হল সহকারী ...