Posts

Translate

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

Image
  বিসিএস  নিয়ে যত কথা ************************************* 🇧🇩বিসিএস এ আবেদন করার যোগ্যতা, প্রিলি সিলেবাস, বইয়ের লিস্ট ও ক্যাডারসমূহ সহ সব কিছু নিয়ে বিস্তারিত পোস্ট। আশা করি বিসিএস নিয়ে আপনার মনের সকল প্রশ্নের অবসান হবে। 🇧🇩বিসিএস এ আবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না। তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে। আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে? ♦SSC, HSC কিংবা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- জিপিএ ৩.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ ♦অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- (৪ পয়েন্ট স্কেলে) ৩.০০ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.২৫ বা তদূর্ধ কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি (৫ পয়েন্ট স্কেলে) ৩.৭৫ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.৮১৩ বা তদূর্ধ কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি  বিসিএস প্রিলি. প্রস্তুতির ‍বুকলিস্টঃ ১। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা...

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Image
পড়া মনে রাখার কৌশল ও প্রিলি প্রস্তুতি copyright©pixabay Tapan Sarker Raj dada ASP, Recommended  38 BCS Merit -32nd সামনেই ৪৫তম  বিসিএস প্রিলি পরীক্ষা। আজকের আলোচনায় ২ টি বিষয় জানাতে প্রচেষ্টা করবো, যা আমি অনুসরণ করেছি। ,,,,,মনে রাখার কৌশল,,,,  আমি মনোযোগ দিয়ে পড়ি, তারপরও মনে থাকে না কেন? এই প্রশ্নটি আমাদের সকলেরই, আমরা সকলেই চাই আমাদের পড়া বিষয়, শেখা বিষয় যেন মনে থাকে। কিভাবে পড়লে এটা সম্ভব?  সমাধানটা মোটেও কঠিন নয়। এর জন্য প্রয়োজন যথার্থ কৌশল অবলম্বন করা। প্রথমেই বলে রাখি, মানবমস্তি্স্কের ধারণক্ষমতা অপরিমেয়, তবে তার স্মরণ সক্ষমতা নির্ভর করে কতিপয় শর্তের উপর। সাধারণত আমরা যে পড়াটা শিখি তা প্রায় ২৪ ঘন্টা স্মরণে থাকে, তারপর ধীরে ধীরে বিস্মরণ হয়ে যায়। এক্ষেত্রে পড়ালেখায় আমরা নিন্মোক্ত পদ্ধতি অবলম্বন করবো,,,,, ১. প্রথমেই একটি পড়ার রুটিন তৈরি করবো  ২. একটা নোট খাতা থাকবে যেখানে প্রতিদিনের পঠিতব্য বিষয়গুলোর নাম লিখা থাকবে, ৩. দিনের শুরুতে খাতার উপরে ঐদিনের তারিখ ও বার লিখতে হবে, বামপাশে বিষয় আর একেবারে ডানপাশে রিভিশন লিখতে হবে  ৪. রিভিশন এর নিচে আন্ডারলাইন করে লি...

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পরীক্ষার আদ্যপান্ত

Image
 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকরী পরিচালক চাকরি পরীক্ষার  প্রস্তুতি  সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা সার্কুলার হয়েছে।  ১. সহকারী পরিচালক (নন - টেকনিক্যাল): ০৬ টা পোস্ট।  ২. সহকারী পরিচালক (এডি): ১১ টা পোস্ট।  ** ১ নং পোস্ট হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডি। এখানে চাকরি পেলে পোস্টিং হবে আর্মি/নেভি/এয়ার হেট কোয়ার্টারে, সশস্র বাহিনী বিভাগে, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে। ৯-৫ টা অফিস। শুক্র, শনি, সরকারি ছুটির দিনে ছুটি। ফুল সরকারি অফিসের মত অফিস।  ৫ বছরে ডিডি হওয়া যাবে, মিশন সুবিধা আছে।  ** ২ নং পোস্ট হলো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের এডি। এখানে পোস্টিং সারা বাংলাদেশেই হতে পারে। বিভিন্ন ক্যান্টনমেন্ট, বিভিন্ন জেলায় ক্যান্টনমেন্ট না থাকলেও পোস্টিং হয়। (সব জেলায় অফিস নাই)। শুক্র, শনি, সরকারি ছুটির দিনে ছুটি নাই। ছুটি নির্ভর করে বসের উপরে। এই চাকরিতে সামরিক অফিসার সব সময় বস হবেন। এখানে চাকরি করতে হবে আর্মি, নেভি, এয়ার ফোর্সের অফিসার ও অন্যান্য পদবীর লোকজনদের সাথে। এই চাকরিতে সর্ব সাকুল্যে সিভিল অফিসার আছে ১২০/১৩০ জন। অন্যরা সবা...

বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবেন?

Image
বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবেন?  ▫️বিসিএস প্রস্তুতি : শূন্য থেকে যেভাবে শুরু করবেন (BCS Preparation) বাংলাদেশের  ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। প্রতিবছর লাখো লাখো প্রার্থী আবেদন করেন। ক্যাডার হওয়ার সুযোগ পান ২ হাজারের মত। ১টি ক্যাডারের বিপরীতে যুদ্ধ করেন ২৭০ জনের ও বেশি প্রার্থী! ভাবা যায়? পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড এর চেয়ে ও প্রতিযোগিতা বেশি হয় বাংলাদেশের বিসিএস পরীক্ষায়। প্রার্থীদের সংখ্যাটা দিন দিন বাড়লে ও ক্যাডারের সংখ্যা বাড়ছে না। তাই প্রতিযোগিতার মাত্রা অকল্পনীয়। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চাই প্রচুর পড়াশুনা। অধ্যবসায়, নিয়মমাফিক বিসিএস প্রস্তুতি ছাড়া বিসিএস ক্যাডার হওয়া অসম্ভব। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করতে হয় অনেক আগে থেকেই। যে যত বেশি পড়বে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। আজকেল আর্টিকেলে বিসিএস প্রস্তুতির (BCS Preparation) আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব। (How to take BCS preparation?) ১। সিরিয়াস হওয়াঃ প্রথমে...

বিসিএস সিলেবাস, পদ্ধতি ও নম্বর বন্টন

Image
  বিসিএস সিলেবাস, পদ্ধতি ও নম্বর বন্টন:  চলুন “বিসিএস” পরীক্ষার প্রতিটি ধাপের পূর্ণাঙ্গ বিসিএস সিলেবাস ও মানবন্টন দেখে নিইঃ বিসিএস পরীক্ষা ৩ টি ধাপে হয়। ১ম ধাপঃ প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় ২০০ নম্বর থাকে। ২য় ধাপঃ লিখিত পরীক্ষা। ৯০০ নম্বরের এই পরীক্ষায় গড় পাস নম্বর ৪৫০। ৩য় ধাপঃ ভাইভা পরীক্ষা। ভাইভা তে ২০০ নম্বর থাকে। বিসিএস সিলেবাস বিসিএস পরীক্ষা সফলভাবে পাস করার জন্য বিসিএস সিলেবাস ভালোভাবে দেখে প্রস্তুতি নিতে হয়। এই পরীক্ষায় নিজের অস্তিত্ব জানান দিতে প্রিলির দরজা পার হতে হয়। এই প্রিলিমিনারি পরীক্ষা বিসিএস এর মূল পরীক্ষায় কোন প্রভাব ফেলে না। কোন মতে টিকলেই হয় এই পরীক্ষায়। কারণ এই পরীক্ষার নম্বর লিখিত বা ভাইভাতে কোন কাজে আসে না। এই পরীক্ষায় শুধু প্রার্থীর সংখ্যা কমানো হয়। বিসিএস ক্যাডার হওয়ার জন্য শুধু লিখিত এবং ভাইভায় প্রাপ্ত নম্বর গণনা করা হয়। কিন্তু প্রিলিমিনারি পার না করলে লিখিত পরীক্ষায় অংশ নেয়া যাবে না। আবার লিখিত ছাড়া তো পিএসসিতে (পাবলিক সার্ভিস কমিশন) চা-পান করার সুযোগ পাবেন না! বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত সিলেবাস- এই পরীক্ষায় মোট ১...

বিসিএস (ভাইভা) প্রস্তুতি ও কৌশল

Image
বিসিএস (ভাইভা) প্রস্তুতি ও পঠিত বই ======================= ©আব্দুল্লাহ আল বাকী (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) বিসিএস (ভাইভা) পরীক্ষা হল 'ভাগ্যের সহিত প্রস্তুতির পরীক্ষা'। এখানে আপনার ভাল প্রস্তুতির মাধ্যমে ভাগ্যকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। courtesy-pixel/pixabay ★কিভাবে শুরু করবেন: ভাইভা প্রস্তুতির জন্য সর্বপ্রথম ৪ টি খাতা তৈরি করবেন। খাতা-১: অনার্সে পঠিত বিষয়ের জন্য খাতা-২: আপনার চয়েস লিস্টের ১ম ও ২য় ক্যাডার সম্পর্কে খাতা-৩: সাম্প্রতিক বিষয়ের উপর (সাধারণ জ্ঞান) খাতা-৪: জাতীয় বিষয়াবলীর জন্য (সংবিধান, মুক্তিযুদ্ধ, বর্তমান সরকার, বঙ্গবন্ধু)  ★কী কী বই পড়বেন: ১। আপনারা ১ম চয়েসের প্রত্যেক প্রকাশনীর আলাদা আলাদা ভাইভা গাইড পড়বেন। -অ্যাসিওরেন্স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স)  -ওরাকল ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স)  -প্রফেসর'স ভাইভা গাইড -জামিল'স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স) -সজিব'স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স) ২। সংবিধান (আরিফ খানের 'ব্যাখ্যাসহ সংবিধানের বই') ৩। বাংলাদেশ: রক্তের ঋণ (এন্থনি মাসকারেনহাস) ৪। নাগরিকদ...

বিসিএস ভাইভা প্রস্তুতির A to z:

Image
 বিসিএস ভাইভা প্রস্তুতির A to z: Photo©pixabay ৩৮ তম বিসিএসে ক্যাডার প্রত্যাশীগণ ভাইভাপ্রস্তুতি নেবেন যেভাবে  .............................................................. Shamim Anwar এএসপি ( র‍্যাব); ৩৪তম বিসিএস (পুলিশ), [বর্তমানে র‍্যাব-৯ এর এএসপি হিসেবে কর্মরত] এক্স- একাউন্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয়  ............................................................... সুকঠিন প্রতিযোগিতার দুটি পর্যায় পার হয়ে আপনারা যারা স্বপ্ন পূরণের শেষ স্বর্ণদ্বারে উপনীত হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন। বাকি আর একটিমাত্র ধাপ। কঠোর পরিশ্রম ও নিরন্তর অধ্যবসায়ের সমন্বয়ে আগের দুটো ধাপ আপনি যেভাবে পাড়ি দিয়েছেন, জীবনের সবচে গুরুত্বপূর্ণ এই অগ্নিপরীক্ষায়ও যদি আপনি তেমনই সাফল্যের স্বাক্ষর রাখতে পারেন তাহলেই আপনি হয়ে যাবেন বহু আকাঙ্ক্ষা -স্বপ্ন-প্রত্যাশার বিসিএস ক্যাডার। এ পর্যায়ে আপনাকে একজন চেয়ারম্যান ( যিনি পিএসসির সদস্য) ও দুজন অভিজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তা বা ভার্সিটি টিচারের সমন্বয়ে গঠিত ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হবে, যারা আপনার মেধা যাচাইয়ের পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়াদিতে জানাশোনা...