গুরুত্বপূর্ণ সংস্থার সর্বশেষ সদস্য
গুরুত্বপূর্ণ সংস্থার সর্বশেষ সদস্য ১) WB (World Bank) এর বর্তমান সদস্য সংখ্যা -১৮৯, সর্বশেষ -নাউরু। ২) IMF এর বর্তমান সদস্য -১৯০, সর্বশেষ - অ্যান্ডোরা। ৩) UN বা জাতিসংঘের বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ -দক্ষিণ সুদান। ৪) EU এর বর্তমান সদস্য -২৭, সর্বশেষ- ক্রোয়েশিয়া। ৫) AIIB এর বর্তমান সদস্য -৯২, সর্বশেষ -ইরাক। ৬) LDC ভুক্ত দেশের সংখ্যা -৪৫, সর্বশেষ LDC থেকে উত্তরন ঘটেছে -অ্যাঙ্গোলা ১২ ফেব্রুয়ারি ২০২১. ৭) NATO এর বর্তমান সদস্য -৩০, সর্বশেষ - উত্তর মেসিডোনিয়া। ৮) OPEC এর বর্তমান সদস্য -১৩, সর্বশেষ - কঙ্গো প্রজাতন্ত্র। ৯) OECD এর বর্তমান সদস্য -৩৭, সর্বশেষ -কলম্বিয়া। ১০) ADB এর বর্তমান সদস্য -৬৮,সর্বশেষ -নিউদ। ১১) UNIDO এর বর্তমান সদস্য -১৭০, সর্বশেষ- অ্যান্টিগুয়া ও বারমুডা। ১২) UNWTO এর বর্তমান সদস্য -১৬০, সর্বশেষ - এন্টিগুয়া এন্ড বারমুডা। ১৩) INTERPOL এর বর্তমান সদস্য -১৯৪,সর্বশেষ - ভানুয়াতু। ১৪) OPCW এর বর্তমান সদস্য -১৯৩, সর্বশেষ - ফিলিস্তিন। ১৫) COMMON WEALTH এর বর্তমান সদস্য - ৫৬,...