Translate

নোবেল পুরস্কার ২০২২

নোবেল পুরস্কার ২০২২

Nobel prize 2022

পদার্থবিদ্যা নোবেল পুরস্কার 2022 : 2022 পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন এফ ক্লোজার ( আমেরিকা ), অ্যালেন অ্যাসপেক্ট ( ফ্রান্স ), অ্যাটন জেলিঙ্গার ( অষ্ট্রেলিয়া )। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় অবদানের জন্য নোবেল পুরস্কার 2022 দেওয়া হয়েছে।

রসায়ন বিদায় নোবেল পুরস্কার 2022 : 2022 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বার্তোজী ( আমেরিকা ), কার্লি ব‍্যারি সার্পলেশ ( আমেরিকা), মার্টন মেলডন ( ডেনমার্ক ) ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থগোলাল কেমিস্ট্রির উন্নয়নের জন‍্য 2022 সালে পুরস্কার পেয়েছেন।

চিকিৎসাবিদ‍্যায় নোবেল পুরস্কার 2022 : 2022 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সান্ত প‍্যাবো ( সুইডেন )। Concerning The Genomes Of Extinct Hominins And Human Evolution গবেষণার জন্য 2022 সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সাহিত্যে নোবেল পুরস্কার 2022 : 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এনি আর্নক্স ( ফরাসি )। সাহস ও ক্লিনিকাল তীক্ষ্ণতার জন্য যার সাহায্যে তিনি ব্যক্তিগত স্মৃতির শিখর এবং সংমিলিত সংযম উন্মোচন করেছেন।

শান্তিতে নোবেল পুরস্কার 2022 : 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আলেস বিলিয়াতস্কি ( বেলারুশের আইনজীবী ), এবং দুটি সংস্থা মেমোরিয়াল, সেন্টার ফর সিভিল লিবার্টিজ 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।

অর্থনীতিতে নোবেল পুরস্কার 2022 : 2022 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন- বেন এস বার্নানক, ডোগলাস ডব্লু ডাইমন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ । ব্যাংক ও আর্থিক সংকটের উপর গবেষণার জন্য 2022 সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২