Real BCS Viva
৪১বিসিএস ভাইভা অভিজ্ঞতা বোর্ড: শ্রদ্ধেয় এন. সিদ্দিকা খানম স্যার সিরিয়াল: ৫/১৫ সময়: ১৫/১৬ মিনিট চে: বাবা কি করেন? আমি: বললাম চে: আপনি এখন কি করছেন? বললাম চে: দুর্নীতি একটি অপ্রতিরোধ্য আপদ, ব্যাখ্যা করেন। বললাম চে: আপদ আর বিপদের মধ্যে পার্থক্য কি? আমি: আপদ মানুষ চাইলে প্রতিরোধ করতে পারে, বিপদ প্রতিরোধ করা কঠিন এমনকি অসম্ভব। এক্সটার্নাল ১: আপনার চয়েজ লিস্ট বলেন। আমি: প্রশাসন, কাস্টমস, পুলিশ.... এক্স১: প্রশাসনের সাথে কি কাস্টমসের কোনো সম্পর্ক আছে? আমি: তেমন কোনো সম্পর্ক নাই স্যার। এক্স১: তাহলে আপনার চয়েজ লিস্টের যুক্তি কি? আমি: স্যার, একজন চাকরি প্রার্থী হিসেবে আমার প্রথম লক্ষ্য একটা চাকরি নিশ্চিত করা। আর প্রশাসন ক্যাডারে যেহেতু পদসংখ্যা বেশি, তাই আমার চাকরি পাওয়ার সুযোগও বেশি। আর ২য় চয়েজে কাস্টমস রাখার উদ্দেশ্য হলো এটা আমার সাব্জেক্ট ( ফাইন্যান্স) রিলেটেড এরিয়া। তাই এখানে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করবো। এক্স১: সংবিধানের প্রস্তাবনার মূল মেসেজ কি? আমি: প্রস্তাবনায় ৪টি প্যারা আছে? প্রথমে প্রেক্ষাপট,...... এক্স১: মূলক...