সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য
সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য
![]() |
| copyright©pixabay |
➤ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে বলা হয়- ম্যাস র্যাপিড ট্রানজিট।
➤মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম-কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।
➤ ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়- ২৬ জুন ২০১৬।
➤ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
➤ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম- দিল্লি মেট্রোরেল করপোরেশন।
➤ঢাকা মেট্রোরেল প্রকল্পের দৈর্ঘ্য-২১ দশমিক ২৬ কিলোমিটার।
➤মেট্রোরেলের স্টেশনসংখ্যা-১৭ টি
➤ মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় - ১৯ জুলাই ২০২২।
➤ সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।
➤মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে-
জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।
➤ এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয়-১৮ ডিসেম্বর ২০১২।
➤ প্রথম ধাপে মেট্রোরেল চালু হয়- উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।
➤২০২২ খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষে -ফিনল্যান্ড
➤ ২০২২ মানব উন্নয়নে শীর্ষে -সুইজারল্যান্ড
➤২০২২ মাথাপিছু আয়ে শীর্ষে -লিখটেনস্টিন
➤রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে-২৪ ফেব্রুয়ারি-২০২২।
➤রাশিয়া ইউক্রেনের এক অধ্যায় লিখেছেন- শাবলু শাহাবউদ্দিন
➤ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
➤ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।
➤ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
➤অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
➤বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
➤‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
➤ দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)
➤E-Sim=Embedded Subscriber Identity Module.
➤আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
➤বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
➤২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত
➤১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে
➤রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।
➤২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে
➤বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।
➤বর্তমানে মাথাপিছু আয়- ২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP-২৪৬২ মার্কিন ডলার।
➤বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়-জার্মানিতে।
➤দেশের তৈরি প্রথম রকেট-ধূমকেতু
➤জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশন শুরু হয়-১৩ সেপ্টেম্বর ২০২২
➤যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী - ঋষি সুনক
➤যুক্তরাজ্যে বর্তমান রাজা কে? - তৃতীয় চার্লস
➤এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন- শ্রীলংকা
➤নারী সাফ চ্যাম্পিয়ন - বাংলাদেশ
➤কমনওয়েলথ প্রধান- রাজা তৃতীয় চালর্স
➤কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম- আস্তানা
➤"অসমাপ্ত আত্মজীবনী" সর্বশেষ ভাষায় অনুবাদ হয় -থাই ভাষায়
➤ ঘুমধুম সীমান্ত- বান্দরবান
➤বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু-৭২.৪ বছর
➤২০২২ সালের ব্যালন ডি'অর পুরস্কার জিতলেন -"করিম বেনজেমা" (ফ্রান্স)
➤বর্ষসেরা নারী ফুটবলার-অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas), স্পেন
>সেরা ক্লাব- ম্যানসিটি
>উদীয়মান ফুটবলার-গাবি (Gabi), স্পেন
➤ বুকার পুরষ্কার-২০২২ বিজয়ী: 'শেহান করুনাতিলকা' (শ্রীলঙ্কা); Book: 'The Seven Moons of Maali Almeida' নামক বিদ্রুপাত্মক উপন্যাসের জন্য।
➤ কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত- ইরানে
➤সুইডেনের নতুন প্রধানমন্ত্রী- উলফ ক্রিস্টারসন
➤ টি২০ বিশ্বকাপ ২০২২ এর প্রথম হ্যাটট্রিক - কার্তিক মেইয়াপন (আরব আমিরাত)।
➤ইউরোপীয় ইউনিয়নের "শাখারভ পুরষ্কার-২০২২" অর্জন করেছে ইউক্রেনীয় জনগণ।
➤যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী: লিজ ট্রাস; ক্ষমতায় ছিলেন: ৪৫ দিন।
পদত্যাগ করেন: ২০ অক্টোবর, ২০২২।
যে দলের নেতা ছিলেন: কনজারভেটিভ পার্টি।
তিনি যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী
f.page: Engineer's BCS Care
➤কাতার বিশ্বকাপ-২০২২ ( ২২তম আসর)
➤ অংশগ্রহণকারী দল- ৩২
➤উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়- স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
➤উদ্বোধনী ম্যাচ- ২০ নভেম্বর, ২০২২
➤ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- (১৮ ডিসেম্বর, ২০২২) কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে'।আর্জেন্টিনা বনাম ফ্রান্স।
➤চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা,রানার্স আপ- ফ্রান্স।
➤ বিশ্বকাপ ফাইনালে একমাত্র প্লেয়ার হিসেবে হ্যাট্রিক করেন- এমবাপ্পে
➤গোল্ডেন বুট- এমবাপ্পে
➤ গোল্ডেন বল- লিও মেসি
➤অফিসিয়াল ফুটবলের নাম- ‘আল রিহলা' (Adidas Al Rihla)। আরবি ভাষায় 'আল রিহলা' শব্দের অর্থ-ভ্রমণ বা যাত্রা।
➤অফিসিয়াল মাস্কটের নাম- ‘লা'ইব' (La'eeb)। আরবি ভাষায় 'লা'ইব' শব্দের অর্থ- অত্যন্ত দক্ষ খেলোয়াড়।
➤কাতার বিশ্বকাপের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পায়- ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লক্ষ) মার্কিন ডলার। রানার্সআপ দল পায়-
৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলার।
➤ পরবর্তী "ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে- যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।প্রথমবারের মতো
এই বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
➤২০২২ সালে কাতার বিশ্বকাপে প্রথম গোলটি দিয়েছে ‘ইকুয়েডর’ প্লেয়ারের নাম ‘এনার ভ্যালেন্সিয়া।
🔸 T20 বিশ্বকাপঃ-
➤খেলা অনুষ্ঠিত হয়: ১৬ অক্টোবর ২০২২ - ১৩ নভেম্বর ২০২২।
➤ আয়োজক: অস্ট্রেলিয়া।
➤অংশগ্রহণকারী দল: ১৬টি।
➤ফাইনাল ম্যাচ: পাকিস্তান – ইংল্যান্ড
➤খেলা অনুষ্ঠিত হয়: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
➤ম্যান অব দ্য ম্যাচ: স্যাম কারান (ইংল্যান্ড)।
➤চ্যাম্পিয়ন: ইংল্যান্ড (২য় বারের মতো চ্যাম্পিয়ন হয়)
➤২বার টি২০ বিশ্বকাপজয়ী দল - ২টি (১. ওয়েস্ট ইন্ডিজ – ২০১২, ২০১৬; ২. ইংল্যান্ড - ২০১০, ২০২২)
➤রানার্সআপ: পাকিস্তান।
➤ প্লেয়ার অব দ্য টুর্ণামেন্ট: স্যাম কারান (ইংল্যান্ড)।
➤ নবম টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে: ২০২৪ সালে
➤আয়োজক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।
কার্টেসিঃ Nurun Nabi

Comments
Post a Comment