Translate

বিসিএস বাংলা লিখিত প্রস্তুতি'

 'বিসিএস বাংলা (লিখিত) প্রস্তুতি'

copyright@pixabay




"কোটেশন ও সাহিত্যিক ভাষার ব্যবহার,

বাংলায় পাবেন বেশি বেশি নাম্বার"


পর্ব-৫: বাংলা


বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাকে ২ টি ভাগে ভাগ করা হয়েছে। 

১। বাংলা-১ম পত্র(১০০)

২। বাংলা-২য় পত্র(১০০)


♥ বাংলা-১ম পত্র: 

১। ব্যাকরণ:

ক. শব্দগঠন:

*গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:

-শব্দের শ্রেণিবিভাগ (অর্থ, গঠন ও উৎস অনুসারে)

-সাধিত শব্দ গঠন প্রক্রিয়া।

-সন্ধি কাকে বলে? কত প্রকার ও কী কী?  উদাহরণসহ লিখুন।

-সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লিখুন।

-'উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'- ব্যাখ্যা করুন।

-দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন।

-পদ কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-৯-১০ম শ্রেণির বাংলা-২য় পত্র

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


খ. বানান/বানানের নিয়ম:

*গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:

-বাংলা একাডেমী প্রণীত প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৎসম ও অ-তৎসম শব্দের নিয়মাবলী।

-ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানের নিয়মাবলী।

-বিভিন্ন শব্দের বানান শুদ্ধিকরণ।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-৯-১০ম শ্রেণির বাংলা-২য় পত্র 

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


গ. বাক্যশুদ্ধি/প্রয়োগ-অপপ্রয়োগ:

-বিভিন্ন বাক্যের শুদ্ধিকরণ practice করতে হবে।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


ঘ. প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ:

-তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় করতে হবে।

-Regular অল্প অল্প করে study করতে হবে।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ

-প্রফেসর'স প্রবাদ-প্রবচন গাইড

-প্রবাদ-প্রবচনের উৎস অনুসন্ধান- সমর চন্দ্র পাল


ঙ. বাক্যগঠন:

*গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:

-বাক্যের শ্রেণিবিভাগ।

-সার্থক বাক্যের ৩টি গুণ।

-বাক্যের রুপান্তরকরণ।

-যতি চিহ্নের ব্যবহার। 


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-৯-১০ম শ্রেণির বাংলা-২য় পত্র

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


২। ভাব-সম্প্রসারণ:

-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।

-প্রদত্ত বাক্যটিকে বারবার পড়ে অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করতে হবে।

-কোটেশন ও উদাহরণ নোট করে পড়বেন এবং লিখতে কালার পেন (নীল) ব্যবহার করবেন। 


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


৩। সারাংশ/সারমর্ম:

-প্রদত্ত অংশটিকে পড়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে মূলভাব বোঝার চেষ্টা করতে হবে।

-লেখার আগে রাফ করে নিবেন।

-প্রদত্ত অংশের ১/৩ অংশ লিখবেন।

-কোন প্রকার উদাহরণ দেওয়া যাবে না।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


৪। বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্ন:

- সর্বদা কোটেশন ব্যবহার করবেন।

-সাহিত্যিক ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন।


ক. প্রাচীন যুগ:

(***লাল নীল দীপাবলি ভাল করে পড়বেন)

-চর্যাপদ*** 


★সহায়িকা:

-ওরাকল বাংলা গাইড

-লাল নীল দীপাবলি

-George's বাংলা mp3


খ. মধ্যযুগ:

(***লাল নীল দীপাবলি ভাল করে পড়বেন)

-শ্রীকৃষ্ণকীর্তন***

-মঙ্গলকাব্য***

-বৈষ্ণব পদাবলি***

-মুকুন্দরাম চক্রবর্তী

-ভারতচন্দ্র রায়গুনাকর

-শ্রী চৈতন্যদেব**

-অন্ধকার যুগের সাহিত্য**

-জীবনী সাহিত্য**

-অনুবাদ সাহিত্য**

-দোভাষী পুথি

-নাথ সাহিত্য

-মর্সিয়া সাহিত্য

-আরাকান রাজসভা***

-আলাওল***

-রোমান্টিক প্রণয়োপাখ্যান***

-লোকসাহিত্য***


★সহায়িকা:

-ওরাকল বাংলা গাইড

-লাল নীল দীপাবলি

-George's বাংলা mp3


গ. আধুনিক যুগ:

-ফোর্ট উইলিয়াম কলেজ***

-হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল

-কল্লোল যুগ**

-রবীন্দ্রনাথ ঠাকুর***

-কাজী নজরুল ইসলাম***

-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর**

-মীর মোশাররফ হোসেন**

-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়***

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়*

-মানিক বন্ধ্যোপাধ্যায়*

-ফররুখ আহমেদ*

-জসিম উদ্দীন*

-মাইকেল মধুসূদন দত্ত***

-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন**

-বিহারীলাল চক্রবর্তী** 

-কায়কোবাদ*

-ঈশ্বরচন্দ্র গুপ্ত**

-জীবনানন্দ দাশ**

-শওকত ওসমান**

-আখতারুজ্জামান ইলিয়াস**

-সৈয়দ শামসুল হক**

-সবুজপত্র পত্রিকা***

-শামসুর রহমান**

-প্রমথ চৌধুরী**

-জহির রায়হান*

-মুনীর চৌধুরী**

-বুদ্ধির মুক্তি আন্দোলন*** 

-মুক্তিযুদ্ধভিত্তিক ৩ টি উপন্যাস/নাটক/প্রবন্ধ/গল্প/কাব্যগ্রন্থ***

-ভাষা আন্দোলনভিত্তিক ৩ টি উপন্যাস/নাটক/প্রবন্ধ/গল্প/কাব্যগ্রন্থ*** 


★সহায়িকা:

-ওরাকল বাংলা গাইড

-শীকর গ্রন্থ-সমালোচনা- মোহসিনা নাজিলা

-বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর 


♥বাংলা-২য় পত্র:

১। অনুবাদ (ইংরেজি থেকে বাংলা):

-ইংরেজির সাথে প্রস্তুতি নিবেন।

-সাধারণত সহজ অনুবাদ দেওয়া হয়।

-অনুবাদ লেখার আগে রাফ করে নিবেন।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ

-English Newspaper Reading 


২। কাল্পনিক সংলাপ:

-ফরমেট দেখে যাবেন।

-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।

-সংলাপের বিষয়বস্তুকে ভাল করে বোঝার পর লেখা শুরু করবেন।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড 


৩। পত্রলিখন:

-ফরমেট/নিয়ম-কানুন জানতে হবে।

-সর্বদা বাম পাশের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবেন।

-প্রস্তুতি নেওয়ার জন্য বেশি সময় ব্যয় করবেন না। কারণ এখানে মুখস্থ করার কিছু নাই, শুধু ফরমেট দেখে যাবেন।


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


৪। গ্রন্থ-সমালোচনা:

-প্রস্তুতিতে একটু বেশি সময় ব্যয় করুন।

-যেহেতু সরাসরি স্পেসিফিক কোন গ্রন্থের সমালোচনা লিখতে বলা হয় না, সেহেতু বিভিন্ন ধরনের একটি করে গ্রন্থের সমালোচনা নোট করে প্রস্তুতি নিবেন।

-সমালোচনা লিখতে ঐ গ্রন্থের পজিটিভ ও নেগেটিভ উভয় দিকই তুলে ধরতে হবে।


♦গুরুত্বপূর্ণ গ্রন্থ-সমালোচনার স্যাম্পল:

*মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস/নাটক- (রাইফেল রোটি আওরাত/পায়ের আওয়াজ পাওয়া যায়)

*ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস/নাটক- (আরেক ফাল্গুন/কবর)

*ঊণসত্তরের গণঅভ্যুত্থানভিত্তিক উপন্যাস- (চিলেকোঠার সেপাই)

*সামাজিক উপন্যাস- (পদ্মা নদীর মাঝি)

*ঐতিহাসিক উপন্যাস/নাটক

*রাজনৈতিক উপন্যাস

*রোমান্টিক উপন্যাস- (কপালকুণ্ডলা)

*মনস্তাত্ত্বিক উপন্যাস- (চোখের বালি)

*ইতিহাস আশ্রিত উপন্যাস- (বিষাদ সিন্ধু)

*৪৩'র দুর্ভিক্ষ ও দেশবিভাগ সংক্রান্ত উপন্যাস- (সূর্যদীঘল বাড়ী)

*ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতা বিরোধী সংক্রান্ত উপন্যাস- (লালসালু)

*অসমাপ্ত আত্নজীবনী

*কারাগারের রোজনামচা 


★সহায়িকা:

-ওরাকল বাংলা গাইড

-শীকর গ্রন্থ-সমালোচনা- মোহসিনা নাজিলা 


৫। রচনা:

-ইংরেজির সাথে প্রস্তুতি নিবেন।

-সাজেশন করে প্রস্তুতি নিবেন।

-কোটেশন, চিত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নোট করবেন এবং পরীক্ষার খাতায় কালার পেন দিয়ে লিখবেন।

-সব প্রশ্নের শেষে রচনা লিখবেন।


(গুরুত্বপূর্ণ রচনা: পোশাক শিল্প, পর্যটন শিল্প, মুক্তিযুদ্ধের চেতনা, স্বদেশপ্রেম, প্রাকৃতিক দূর্যোগ ও প্রতিকার/জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে তার প্রভাব, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি: সমস্যা ও সম্ভাবনা, বিদ্যুৎশক্তি ও বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, ব্লু-ইকোনমি, বিনিয়োগ: সমস্যা ও সম্ভাবনা, জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স অর্জন, সংবাদপত্রের স্বাধীনতা, বৈদেশিক রপ্তানি: সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা) 


★সহায়িকা:

-অ্যাসিওরেন্স বাংলা গাইড

-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ


|| ধন্যবাদ ||


শুভকামনায়,

-মোঃ আব্দুল্লাহ আল বাকী

-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশকৃত)

-মেধাক্রম-৭ম

-৩৬তম বিসিএস।।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২