Translate

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত প্রস্তুতি"

 "বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী (লিখিত) প্রস্তুতি

 

copyright@pixabay





"Exception is the first choice,

Makes your exam paper Exceptional"


পর্ব-৬: আন্তর্জাতিক বিষয়াবলী


বিসিএস (লিখিত) পরীক্ষার সিলেবাস অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়াবলীকে ৩ টি অংশে ভাগ করা হয়েছে।


১। ছোট প্রশ্ন(৪০)

২। বড় প্রশ্ন(৪৫)

৩। প্রব্লেম সলভিং(১৫)


১। ছোট প্রশ্ন (৪০):

এই অংশে ১০ টি ছোট প্রশ্নের উত্তর করতে হয়। 


★কিভাবে প্রস্তুতি নিবেন?

-সিলেবাস অনুযায়ী এই অংশের সংশ্লিষ্ট বিষয়ের সংজ্ঞা, প্রকারভেদ, বৈশিষ্ট্য, পার্থক্য, গঠন, কার্যাবলি, লক্ষ্য ও উদ্দেশ্য পড়তে হবে।

-সংজ্ঞা পড়ার ক্ষেত্রে অবশ্যই কোন লেখক / বিজ্ঞানী / সংস্থা / ওয়েবসাইটের দেওয়া সংজ্ঞা পড়বেন।


★কিভাবে উত্তর করবেন?

-কোটেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কালার পেন (নীল) ব্যবহার করবেন।

-পার্থক্য অবশ্যপ্রকারভেদ ও বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবেন।


বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলীর সাজেশন

পর্ব-১: Conceptual Issues 


♦Introduction to International Affairs:

★আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি বলতে কী বুঝায়? এদের মধ্যে পার্থক্য লিখুন।

★আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করুন।

★সভ্যতাসমূহের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কিত S.P. Huntington এর থিসিসের মূল বক্তব্য উপস্থাপন করুন।

★স্নায়ুযুদ্ধ কী?


♦Actors in the World:

★রাষ্ট্র বলতে কী বুঝায়? এর শ্রেণিবিভাগ করুন।

★রাষ্ট্রের উপাদান কী কী? বর্ণনা করুন।

★আধুনিক রাষ্ট্র বলতে কী বুঝায়? এর কার্যাবলী লিখুন।

★রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লিখুন।

★জাতিতাত্ত্বিক রাষ্ট্র বলতে কী বুঝায়? 

★Secular State বলতে কী বুঝায়? 

★ক্ষুদ্র রাষ্ট্র কী? এর বৈশিষ্ট্য লিখুন।

★বাফার স্টেট কী? উদাহরণসহ লিখুন।

★ফেডারেশন ও কনফেডারেশন এর মধ্যে পার্থক্য লিখুন।

★সার্বভৌমত্ব কী? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন।

★সার্বভৌমত্ব ও সার্বভৌম সমতার মধ্যে পার্থক্য লিখুন।

★অ্যাক্টর কী? স্টেট ও নন-স্টেট অ্যাক্টরের মধ্যে পার্থক্য লিখুন।

★নন-স্টেট অ্যাক্টর হওয়ার শর্তগুলো কী কী?

★বহুজাতিক সংস্থা কী? এর বৈশিষ্ট্য লিখুন।

★ব্রেটন-উডস প্রতিষ্ঠানসমূহ বর্ণনা করুন।

★BRICS এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★NDB এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★AIIB এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★BIMSTEC এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★BIMSTEC কে কেন SAARC ও ASEAN এর সেতুবন্ধন বলা হয়?

★GCC এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★ফিফথ কলাম কী?

★WTO এর কার্যাবলী লিখুন।

★CPA ও IPU সম্পর্কে লিখুন।

★ASEAN কী? রোহিঙ্গা সমস্যা সমাধানে ASEAN এর ভূমিকা আলোচনা করুন।

★SAARC এর বিকল্প হিসেবে BIMSTEC এর গুরুত্ব পর্যালোচনা করুন।


♦Power & Security:

★Soft Power ও Hard Power বলতে কী বুঝায়?

★জাতীয় শক্তি কী? এর উপাদানসমূহ লিখুন।

★শক্তিসাম্য বলতে কী বুঝায়? শক্তিসাম্য বজায় রাখার কৌশলসমূহ বর্ণনা করুন।

★প্রচলিত ও অপ্রচলিত নিরাপত্তা বলতে কী বুঝায়?

★মৈত্রী চুক্তি ও নিরাপত্তা চুক্তির মধ্যে পার্থক্য লিখুন।

★নিরস্ত্রীকরণ ও অস্ত্রনিয়ন্ত্রণ বলতে কী বুঝায়? এদের মধ্যে পার্থক্য লিখুন।

★নিরস্ত্রীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা করুন।

★NPT চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।

★CTBT চুক্তির পটভূমি, বিষয়বস্তু ও দুর্বলতার দিকসমূহ আলোচনা করুন।

★ভারত ও পাকিস্তানের CTBT চুক্তি স্বাক্ষর না করার কারণ কী?

★অভিবাসী ও শরণার্থীর মধ্যে পার্থক্য লিখুন।

★ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বলতে কী বুঝায়?

★THAAD কী? এটি কিভাবে কাজ করে?

★সার্জিক্যাল স্ট্রাইক কী? এর বৈশিষ্ট্য লিখুন।

★ICAN সম্পর্কে লিখুন।

★SDI/তারকা যুদ্ধ কী? এটি কে, কবে উপস্থাপন করেন?

★ICBM কী? কয়টি দেশের ICBM মালিকানা রয়েছে?

★ভূ-রাজনীতি বলতে কী বুঝায়? ভূ-রাজনীতিতে বঙ্গোপসাগরের ভূমিকা লিখুন।

★ভূ-অর্থনীতি বলতে কী বুঝায়?

★'নাইন ড্যাশ লাইন' কী?

★আনান কমিশন সম্পর্কে লিখুন।

★BCIM ও BBIN সম্পর্কে লিখুন।

★Exclusive Economic Zone বলতে কী বুঝায়?

★Responsible to Protect (R2P) কী? জাতিসংঘ অনেক দেশে এর প্রয়োগ করলেও মিয়ানমারে কেন প্রয়োগ করতে পারছে না?

★অভিবাসী ও শরনার্থীর মধ্যে পার্থক্য লিখুন।

★ITLOS এর গঠন ও কাজ লিখুন।

★সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোট সম্পর্কে লিখুন।

★নয়া আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা হিসেবে অর্থনীতির গুরুত্ব আলোচনা করুন।

★ক্ষুদ্র রাষ্ট্র কী? এর বৈশিষ্ট্য ও নিরাপত্তাজনিত হুমকসমূহ কী কী?

★Security Dilemma বলতে কী বুঝায়?

★যৌথ নিরাপত্তা বলতে কী বুঝায়?


♦Major Ideas & Ideologies:

★জাতীয়তাবাদ কী? জাতীয়তাবাদ ও আঞ্চলিকতাবাদের মধ্যে পার্থক্য লিখুন।

★সাম্রাজ্যবাদ কী? এর বৈশিষ্ট্য লিখুন। "পুঁজিবাদের সর্বোচ্চ স্তর সাম্রাজ্যবাদ"-ব্যাখ্যা করুন।

★বর্তমান পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার আলোকে তৃতীয় বিশ্বে সাম্রাজ্যবাদের অবস্থান আলোচনা করুন।

★উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদ কী? এদের মধ্যে পার্থক্য লিখুন।

★উত্তর আধুনিকতাবাদ বলতে কী বুঝায়?

★বিশ্বায়ন কী? এর বৈশিষ্ট্য ও চালিকাশক্তিগুলো লিখুন।

★তৃতীয় বিশ্বের দেশসমূহের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করুন।

★নয়া বিশ্বব্যবস্থা বলতে কী বুঝায়?

★একমেরু ও দ্বিমেরু বলতে কী বুঝায়?

★স্বল্পোন্নত দেশ বলতে কী বুঝায়? স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্য নিরূপণ করুন।

★তৃতীয় বিশ্ব কী? এর বৈশিষ্ট্য কী কী?


♦Foreign Policy & Diplomacy:

★পররাষ্ট্রনীতি বলতে কী বুঝায়? বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানসমূহ বর্ণনা করুন।

★পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য লিখুন।

★কূটনীতিকগণ কর্মরত অবস্থায় কোন দেশে কী ধরনের সুবিধাদি ও দায়মুক্তি পেয়ে থাকেন?

★হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য লিখুন।

★একজন কূটনীতিকের কার্যাবলী আলোচনা করুন।

★অর্থনৈতিক কূটনীতি বলতে কী বুঝায়? নব্য বিশ্বব্যবস্থায় অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন কী?

★রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ প্রস্তাব কী কী?

★শেখ হাসিনাকে 'মাদার অব হিউম্যানিটি' বলা হয় কেন?

★ARSA সম্পর্কে লিখুন।

★আর্টিকেল ফিফটি কী?

★কূটনৈতিক ব্যাগ বলতে কী বুঝায়?

★Persona Non-grata বলতে কী বুঝায়?

★Track-1, Track-2, Track-3 ও Multi Track diplomacy বলতে কী বুঝায়?

★কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন ১৯৬১ সম্পর্কে লিখুন।

★Public Diplomacy বলতে কী বুঝায়?


♦International Economic Relation:

★মুক্তবাজার অর্থনীতি কী? এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।

★উন্নয়নশীল দেশগুলোর জন্য মুক্তবাজার অর্থনীতি কতটা যুক্তিযুক্ত?

★ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডোর বলতে কী বুঝায়?

★SAPTA, SAFTA ও NAFTA সম্পর্কে লিখুন।

★Tax ও Tariff এর মধ্যে পার্থক্য লিখুন।

★ডাম্পিং ও এন্টি-ডাম্পিং বলতে কী বুঝায়?

★GSP ও GSP Plus সম্পর্কে লিখুন।

★কপিরাইট, রুলস অব অরিজিন ও পেটেন্ট বলতে কী বুঝায়?

★FDI কী? FDI বৃদ্ধির নিয়ামকসমূহ লিখুন।

★আঞ্চলিকতাবাদ ও আঞ্চলিকীকরণের মধ্যে পার্থক্য লিখুন।

★North-South Gap কী?

★MDG ও SDG সম্পর্কে লিখুন।

★'ওয়ান বেল্ট ওয়ান রোড' সম্পর্কে লিখুন।

★এশিয়ান হাইওয়ে কী?

★নিউ সিল্ক রোড সম্পর্কে লিখুন।

★প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য লিখুন।

★লেটার অব ক্রেডিট (LC) বলতে কী বুঝায়?

★SDR (Special Drawing Rights) কী?

★অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখুন।

★প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি কী? এ সম্পর্কে আলোচনা করুন।


♦Global Environment:

★জলবায়ু কূটনীতি কী? বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু কূটনীতির ক্ষেত্র ও কৌশলগুলো আলোচনা করুন।

★জলবায়ু শরনার্থী বলতে কী বুঝায়?

★COP-23 সম্পর্কে লিখুন।

★Green Climate Fund কী?

★Green Economy ও Blue Economy বলতে কী বুঝায়?

★কিয়োটো প্রটোকল সম্পর্কে লিখুন।

★UNFCCC এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★IPCC এর গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করুন।

★প্যারিস জলবায়ু চুক্তি সম্পর্কে লিখুন।

★Agenda-21 কী?


পর্ব-২: Empirical Issues & Problem Solving (আসিতেছে)


♥সহায়িকা:

-অ্যাসিওরেন্স গাইড/মিলার'স গাইড

-আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি (আব্দুল হাই)

-ইন্টারনেট


২। বড় প্রশ্ন (৩*১৫=৪৫):

এই অংশে ৪ টি বড় প্রশ্নের মধ্যে ৩ টি প্রশ্নের উত্তর করতে হয়।


★The United Nationss System***:

-জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী ও সংস্কার*

-নারীর ক্ষমতায়নে জাতিসংঘের অবদান

-জাতিসংঘের বর্তমান শান্তিরক্ষা মিশন*

-'জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ একটি উজ্জ্বল নক্ষত্র'*

-মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা 

-পরিবেশ রক্ষার্থে জাতিসংঘের ভূমিকা 


★Foreign Relations of Major Powers:

-মধ্যপ্রাচ্যে মার্কিননীতি*

-দক্ষিণ এশিয়ায় মার্কিননীতি*

-'বিশ্ববাণিজ্যে চীন একটি অন্যতম শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে'

-রাশিয়া 

-প্যারিস জলবায়ু চুক্তি ও আমেরিকা* 


★Global Initiatives & Institutions:

-'WB, IMF ও WTO হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো শোষণের অন্যতম হাতিয়ার'*

-স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে WB ও IMF-র ভূমিকা

-ADB

-Kyoto Protocol 


★Regional Institutions:

-আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে SAARC-র সাফল্য ও ব্যর্থতা

-রোহিঙ্গা সমস্যা সমাধানে ASEAN-র ভূমিকা*

-'BIMSTEC কে কেন SAARC ও ASEAN-র সেতুবন্ধন বলা হয়'?

-'কাতার ইস্যু সমাধানে GCC-র ভূমিকা'*

-'ফিলিস্তিন সমস্যা সমাধানে OIC-র ভূমিকা'*


★Major Issues & Conflicts in the world***:

-মধ্যপ্রাচ্য/ফিলিস্তিন ইস্যু*

-কাশ্মীর ইস্যু

-সিরিয়া ইস্যু

-ইরান ও নিউক্লিয়ার ইস্যু

-উত্তর কোরিয়া ইস্যু*

-দক্ষিণ চীন সাগর ইস্যু 

-কাতার ইস্যু *

-ফার্ক-কলম্বো সরকারের শান্তিচুক্তি*

-ইয়েমেন সংকট*

-ভেনিজুয়েলা ইস্যু


★Politics in South Asia***:

-বিশ্বরাজনীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্ব

-বাংলাদেশ-ভারত সম্পর্ক*

-ভারত-পাকিস্তান সম্পর্ক/কাশ্মীর ইস্যু 

-বাংলাদেশ-মায়ানমার সম্পর্ক/রোহিঙ্গা ইস্যু*

-বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক 

-বাংলাদেশ-চীন সম্পর্ক* 


★Bangladesh in International Affairs:

-আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পদক্ষেপ

-টিকফা কী? বাংলাদেশের অর্থনীতিতে টিকফা চুক্তির প্রভাব


★কিভাবে পড়বেন?

-প্রথমে গুরুত্বপূর্ণ টপিকসমূহ রিডিং দিবেন।

-চিত্র/মানচিত্র সহকারে নোট করবেন।

-রিসেন্ট তথ্য পড়ার চেষ্টা করবেন।

-বইয়ের পাশাপাশি ইন্টারনেট থেকে পড়ার চেষ্টা করবেন।

-একই টপিকস একাধিক সূত্র/বই থেকে পড়ার চেষ্টা করবেন।

-শুধুমাত্র কী ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করবেন এবং চিত্র practice করবেন।


★কিভাবে উত্তর করবেন?

-চিত্র/মানচিত্র দেওয়ার চেষ্টা করবেন।

-কোটেশন/গুরুত্বপূর্ণ তথ্য দিতে নীল কালির পেন ব্যবহার করবেন।

-প্রশ্নের উত্তরের কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিকে নজর দিবেন।

 -কোন Conflict-র (কাশ্মীর ইস্যু) উত্তর করার ক্ষেত্রে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে পারেন:


[ভূমিকা > প্রেক্ষাপট > বর্তমান অবস্থা > চিত্র(যদি সম্ভব হয়! > কারণ > ফলাফল > সমাধান > উপসংহার]


-কোন সংগঠন/সংস্থা সংক্রান্ত প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে ঐ সংস্থার গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য সহকারে প্রশ্নে উল্লেখিত বিষয়ের উত্তর করতে হবে।


♥সহায়িকা:

-অ্যাসিওরেন্স গাইড

-আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি (আব্দুল হাই)

-মহিদ'স সম্পাদকীয়

-দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক (আন্তর্জাতিক পাতা)

-ইন্টারনেট 


৩। প্রব্লেম সলভিং(১৫):

এই অংশে সমসাময়িক কোন সমস্যার সমাধান করতে বলা হয়।


★গুরুত্বপূর্ণ টপিকস:

-রোহিঙ্গা সমস্যা*

-সন্ত্রাসবাদ ইস্যু 

-কাতার ইস্যু*

-বৈদেশিক বিনিয়োগ (FDI)

-বৈশ্বিক জলবায়ু 


★কিভাবে পড়বেন?

-বড় প্রশ্নের সাথেই প্রিপারেশন নিবেন।

-আলাদা করে পড়ার দরকার নাই।


★কিভাবে উত্তর করবেন?

-সমস্যা সমাধানের ক্ষেত্রে নিম্নোক্ত সিকুয়েন্স অবলম্বন করতে পারেন:


[ভূমিকা > প্রেক্ষাপট > বর্তমান অবস্থা > সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংগঠনের সুপারিশ > বাংলাদেশ সরকারের সুপারিশ > আপনার ব্যক্তিগত সুপারিশ > আপনার সুপারিশের আলোকে আন্তর্জাতিক আইন/রেফারেন্স > উপসংহার।]


♥সহায়িকা:

-অ্যাসিওরেন্স গাইড

-আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি (আব্দুল হাই)

-মহিদ'স সম্পাদকীয়

-দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক (সম্পাদকীয় পাতা)

-ইন্টারনেট 


|| ধন্যবাদ ||


শুভকামনায়,

-মোঃ আব্দুল্লাহ আল বাকী,

-বিসিএস (প্রশাসন) [সুপারিশকৃত],

-মেধাক্রম-৭ম,

-৩৬তম বিসিএস।।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২