Translate

বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী

 বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী

র জন্য যে যে টপিকস পড়তে হবে :


৪৪ বিসিএস লিখিত পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ।


এই টপিকগুলা জাস্ট চোখ বুলিয়ে যান।


৪৪ তম বিসিএস লিখিত প্রস্তুতি 


বাংলাদেশ বিষয়াবলি


ফাইজুল করীম আদর

৪০ তম বিসিএস পুলিশ(মেধাক্রম-০১)


বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীতে সবাই ভাল প্রিপারেশন নিয়ে যায় কিন্তু তারপরও প্রাপ্ত নাম্বারের তারতম্য ঘটে খাতার উপস্থাপনা ও টাইম ম্যানেজমেন্টের অদক্ষতার কারণে। 

যেহেতু লিখিত পরীক্ষার মাধ্যমেই ক্যাডার নন ক্যাডার নির্ধারণ হয়ে যায় সেহেতু আপনাকে চেষ্টা করতে হবে অন্যদের তুলনায় আপনার উত্তরে বৈচিত্র এবং ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে আসার।বাংলাদেশ বিষয়াবলীতে অনেকের ১৪০+ পায় আবার অনেকে ১২০ এর কম ও পায়। আজকের পোষ্টে আলোচনা করবো কিভাবে খাতায় উত্তর করলে আপনি অন্যদের থেকে এভারেজে বেশি নাম্বার নিশ্চিত করতে পারবেন।


★বাংলাদেশের ভৌগলিক পরিচিতি 


@এই অধ্যায়ের উত্তর করার সময় আপনাকে বাংলাদেশের মানচিত্রের উপযুক্ত ব্যবহার করতে হবে।


@বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যখন মানচিত্রে দেখাবেন তখন অক্ষাংশ-দ্রাঘিমাংশ,কর্কটক্রান্তি রেখা দেখাবেন।


@যদি ভৌগোলিক গুরুত্ব আসে সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের মানচিত্রের গুরুত্বপূর্ণ অংশ দেখাবেন।


@ ব-দ্বীপ আসলে এর মানচিত্র ভালভাবে দিবেন।ভূমিরূপ দেখে যাবেন।


@সুন্দরবন,প্রবাল দ্বীপ,বঙ্গোপসাগর,বরেন্দ্র অঞ্চল,পার্বত্য চট্টগ্রাম এই রিলেটেড প্রশ্ন আসলে লেখার পাশাপাশি  মানচিত্র একে চিহ্নিত করবেন। 


কোটেশানঃ এই চাপ্টারের প্রশ্নগুলোর সাথে প্রাসঙ্গিক মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার মহোদয়ের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে।ইন্টারনেট থেকে কালেক্ট করে নিবেন।

যেমন  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেন "আমরা ভাটির দেশ তাই আমাদের পরিকল্পনা এমনভাবে করতে হবে যেন আমরা ভৌগোলিক কারনে কোন দেশ এর মুখাপেক্ষি না হই।"[সোর্স উল্লেখ করবেন]


★বাংলাদেশের জনসংখ্যা


@ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গ আসলেই সংবিধান, জাতিসংঘের Indigenous and Tribal Populations Convention,1957(No. 107) এ উল্লেখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সজ্ঞা এবং অধিকার থেকে রেফারেন্স নিবেন।


@ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান চিহ্নিত করতে বাংলাদেশের মানচিত্র একে দেখিয়ে দিবেন।


@পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিষয়ক প্রশ্ন আসলে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং,আবুল হাসনাত আব্দুল্লাহ এর কোটেশান ব্যবহার করবেন।


@পাহাড়ে এবং সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাগ্যোন্নয়নের জন্য বর্তমান সরকারে নেওয়া পদক্ষেপগুলো নোট করবেন।যেমনঃ ২০১৯ সালে সমতল অঞ্চলের ২৯ জেলার ২১০টি উপজেলায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ৩৫২ কোটি টাকার প্রকল্প নিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।আপনার উত্তরে এ বিষয়গুলো নিয়ে আসবেন।


@পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রাসঙ্গিক অনেক তথ্য পাবেন।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০,নিজ ভাষায় পাঠদানের মত বিষয়গুলো তুলে আনবেন।


@ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসলে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এর সজ্ঞা, আর মাননীর স্পিকারের এরকম কোটেশান ইউজ করবেন। "জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনের বয়সভিত্তিক জনসংখ্যা অংশে ১৫ থেকে ২৯ বছরের তরুণদের শতকরা হার লক্ষনীয়ভাবে বেশি। তাই আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এ সুবিধাজনক অবস্থায় রয়েছি।"-মাননীয় স্পিকার।


@এটাকে কাজে লাগাতে সরকার কি কি পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছে ভাল করে পড়বেন।জনসংখ্যা নীতি ও মানবসম্পদ উন্নয়নে গৃহিত পদক্ষেপ একই সাথে পড়া হয়ে যাবে।


@জনশুমারী ও গৃহগণনা- ২০২২ বিষয়ে পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্য পড়ে নিবেন।


★বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি 


বিগত বছরের প্রশ্নগুলো দেখে যান।বিশেষ কোন টপিক নেই।


★বাংলাদেশের সমাজ,অর্থনীতি,সাহিত্য ও সংস্কৃতি 


@সবথেকে বড় চাপ্টার কিন্তু বেশী নাম্বার পাওয়ার সুযোগও এই চাপ্টারেই।


@আগে টপিকগুলো বুঝে নিন।


@দারিদ্র্য বিমোচন,মেগা প্রজেক্ট,রেমিট্যান্স,রপ্তানি বানিজ্য,গার্মেন্টস সেক্টর,জিডিপি,শিল্প উন্নয়ন,সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অর্থনীতি বিকাশে সরকারের সল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ,জনশক্তি,বাংলাদেশের কৃষি,খাদ্যনিরাপত্তা,বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ,মানবসম্পদ কাজে লাগিয়ে দক্ষতা বৃদ্ধি,মৎস্য সম্পদ,প্রাণী সম্পদ,পর্যটন,টেকসই উন্নয়নে সরকারের কৌশল,গ্রীন ইকোনমি, ব্লু ইকোনমি,বাণিজ্য ঘাটতি মোকাবিলা,পল্লী উন্নয়নে সরকারে পদক্ষেপ,আমার গ্রাম আমার শহর ইত্যাদি,এসডিজির প্রতিটি লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকারের রিলেটেড পদক্ষেপ(এটা ভাইভাতে বেশি গুরুত্বপূর্ণ)। 


@সাধারণ ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে।এছাড়া বাংলাদেশ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কিভাবে কাটিয়ে উঠবে সে ব্যাপারে সরকারের পলিসি জেনে নিবেন।


@এক্ষেত্রে প্রতিটা টপিক আলাদাভাবে নোট করবেন।উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিভাবে নোট করবেন।

যেমনঃ জনশক্তি রপ্তানি নিয়ে নোট

১| অর্থনৈতিক সমীক্ষা থেকে ডাটা নেন।

২| জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট থেকে তথ্য নেন।

৩| মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর প্রাসঙ্গিক জেনারালাইজড কোটেশান কালেক্ট করুন ইন্টারনেট থেকে যেটা আপনি এই টপিকের যে কোন প্রশ্নে ব্যবহার করতে পারবেন।

৪| জনশক্তি রপ্তানিতে বাধা


@ এরকম শর্ট নোট করা শেষ করে প্রতিটি টপিক যে কোন রেফারেন্স বই থেকে চোখ বুলিয়ে নেন।এভাবে পড়লে আপনার পড়াটা মস্তিষ্কে দীর্ঘমেয়াদিভাবে থাকবে।

@টপিকের সাথে করেসপন্ডিং মন্ত্রানালয়ের ওয়েবসাইটের সাহায্য নিবেন শর্ট নোটের জন্য।এছাড়া অমর্ত্য সেন,বান কি মুন সহ উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংস্থা(এডিবি,ওয়ার্ল্ড ব্যাংক) এর প্রধানরা বাংলাদেশ সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত করেছেন সেসব কোটেশান সংগ্রহ করবেন।


★বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা


@এই চাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ। পড়ার কৌশল আগেরটার মতই।প্রথমে টপিকগুলো বুঝে নিন।


@দুর্যোগ ব্যবস্থাপনা,পরিবেশ সংরক্ষণে সরকারের পদক্ষেপ,বণ্যপ্রাণী সংরক্ষণ,টেকসই উন্নয়নে পরিবেশের ভূমিকা,বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ইফেক্ট/উন্নয়নের অন্তরায়,ডেল্টা প্ল্যান।


@এ বছর পরিবেশ দিবসে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় যে প্রোগ্রাম করেছে সেটা ইউটিউবে বা বিটিভির আর্কাইভ থেকে দেখে নিন।সরকারের অনেক পদক্ষেপ সেখানে আলোচনা করা হয়েছে।


@পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এর ওয়েবসাইট থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করুন।এই চাপ্টারের জন্য এই ওয়েবসাইট আপনার সবথেকে বড় রিসোর্স।


@জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা,বাংলাদেশের গৃহিত পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাতিসংঘে মানবাধিকার পরিষদে বাংলাদেশ কর্তৃক প্রস্তাবিত জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ক প্রস্তাব ,রোহিঙ্গাদের কারনে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় এরকম টপিকগুলোতে বেশি গুরুত্ব দিবেন।


@ওয়েবসাইট থেকে পরিবেশ,বন,বণ্যপ্রাণী সংরক্ষণ,নদী রক্ষা এই রিলেটেড আইনগুলোর সাল ও প্রয়োগ নিয়ে হালকা ধারণা রাখবেন।না আসলেও রেফারেন্সে ব্যবহার করতে পারবেন।


★বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

@বর্তমানে বৈশ্বিক জ্বালানী সংকটে এই চাপ্টারটা খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। 


@জ্বালানী সংকট মোকাবিলায় সরকারের গৃহিত পদক্ষেপ,সরকারের জ্বালানী নীতি,বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনা,গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানি,উল্লেখযোগ্য বিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য শক্তি ও বাংলাদেশ এসব বিষয়ে ধারণা নিয়ে যাবেন।


@এই চাপ্টারের কোটেশন এর জন্য ড. ম তামিম,এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ,ড. ইজাজ  হোসেন এর কোটেশান কালেক্ট করবেন।


@অর্থনৈতিক সমীক্ষাতেও এই রিলেটেড ডাটা আছে।


★বাংলাদেশের সংবিধান ও সরকারের অঙ্গসমূহ


@সবার কমন প্রশ্ন থাকে যে সংবিধান এর আর্টিকেল হুবুহু লিখতে হবে কিনা। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আর্টিকেল এর স্বাতন্ত্র‍্য বজায় রেখে নিজের ভাষায় লেখার।


@সংশোধনীগুলো গুরুত্ব দিয়ে পড়বেন।বাহাত্তরের সংবিধানের কনসেপ্ট বুঝতে হবে।প্রস্তাবনা ও তফসিল।সংবিধান এর সংশোধনীগুলোর জন্য কোটেশান এর ক্ষেত্রে প্রয়াত পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত,আইনমন্ত্রী আনিসুল হক,সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ এর কোটেশান কালেক্ট করবেন।


@সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,সংবিধানের বেসিক স্ট্রাকচার ডকট্রিন,বেসিক স্ট্রাকচার সংশোধনের চেষ্টায় শাস্তি,সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি,মৌলিক অধিকারের মধ্যে(মৌলিক চাহিদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আর্টিকেল,ধর্মীয় স্বাধীনতা,আইনের দৃষ্টিতে সমতা এগুলো গুরুত্বপূর্ণ)। এছাড়াও নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য,সুযোগের সমতা,পরিবেশ -জীব বৈচিত্র‍্য সংরক্ষণ এগুলা পড়ে যাবেন।সাংবিধানিক প্রতিষ্ঠান ও পদসমূহ বিস্তারিত পড়বেন।


@সংবিধানের পঞ্চম,ষষ্ঠ ও সপ্তম ভাগের সাথে সিলেবাসের অষ্টম অধ্যয় সরকারের অঙ্গসমূহ মিলিয়ে পড়বেন।


@Rules of Business ৫৫(৬), Rules of Procedure,Rules of Allocation of Business, Rules of Transaction of Business, জাতীয় সংসদের অর্থনৈতিক ও তত্ত্বাবধান সংক্রান্ত কার্যাবলি,বিচার সংক্রান্ত/নির্বাচন সংক্রান্ত কার্যাবলি,আইন প্রণয়ন পদ্ধতি আর্টিকেল ৮০(১)-৮০(৫),অর্থবিল,স্থায়ী কমিটির প্রকারভেদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা,কার্যাবলি,সুপ্রিম কোর্টের গঠন,কার্যপ্রণালি ও এখতিয়ার(আদি,আপীল,উপদেষ্টামূলক,বিবিধ),অধনস্ত আদালত,কোর্ট অফ রেকর্ড,এটর্নি জেনারেল এসব টপিকগুলো বিস্তারিত পড়বেন।


সবার জন্য শুভকামনা।

Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২