Real Viva
Real Viva
![]() |
| copyright©pixabay |
41 তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
পঠিত বিষয়ঃ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স
ক্যাডার চয়েছঃ ফরেন, এডমিন, পুলিশ, টেক্স...
ভাইভা বোর্ডঃ ডা. উত্তম কুমার সাহা
চেঃ কয়টা বিসিএস দিছ? এত বিসিএস দেওয়া লাগতাছে কেন? ৪১ তম বিসিএস লিখিত কেমন হইছে?
চেঃ ফরেন চয়েছ ফার্স্ট, তুমার ইংলিশ টেস্ট করা দরকার। আমরা তিনজনকে simplicity is the best way of sophistication এর উপর একটি prudent speech দাও?
এক্স-০১ঃ কমনওয়েলথ দেশ বলতে কি বুজায়? বাংলাদেশের আশে পাশে কয়েকটি কমনওয়েলথ দেশের নাম বল।
এক্স-১ঃ বাসা কোথায়, কোন থানায়, বিখ্যাত জিনিস?
চেঃ নিজ জেলার নদীর নাম,বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু মাছের নাম, কোন নদীতে পাওয়া যায়।
চেঃ সোমেশ্বরী নদী কোথায়, বিরিশিরি এর ওপারে ভারতের কোন প্রদেশ, ওই প্রদেশের রাজধানীর নাম, সবচেয়ে বৃষ্টিপাত কোথায় হয়।
চেঃ ময়মনসিংহ নতুন বিভাগ হওয়ার পর নাগরিক সুবিধা কোন কোন ক্ষেত্রে বৃদ্বি পেয়েছে বলে তুমি মনে কর?
এক্স-০২ঃ জিও পলিটিক্স বলতে কি বুজ? বাংলাদেশের জিও পলিটিক্যাল ইম্পোর্টেন্ট। বাংলাদেশের কয়টি ডিপ্লমেটিক মিশন আছে?
এক্স-২ ঃ বাংলাদেশ ভারতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন
এক্স-০১ঃ কমনওয়েলথ ভুক্ত দেশের Head of mission কে কি বলা হয়? অন্যদেশের মিশন প্রধান কে কি বলা হয়।
এক্স-০২ঃ বিরিশিরি তে এক ধরনের খনিজ পাওয়া যায় তার নাম ও ব্যবহার। সেভেন সিস্টার্স বলতে কি বুজায়?
প্রায় সব প্রশ্ন বাংলায় করা হয়েছে।বংগবন্ধু, মুক্তিযুদ্ধ, সংবিধান থেকে কোন প্রশ্ন জিজ্ঞেস করে নি।
ভাইভায় কথাবার্তা খুবই সাদামাটা ছিল। আমি একটু নার্ভাস ছিলাম। বোর্ডে যে আমি গিয়েছিলাম, কী কী যে বললাম আমি সেই অনুভূতি আমি অনুভব করতে পারছিনা। ভেবেছিলাম মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হবে, কিন্তু হলো সব উলোটপালোট😃
বাইরে এসে সবাইকে বলতে শুনলাম দেলোয়ার স্যার নাকি খুব বেশিক্ষণ রাখেনা।
৬/১২/২২
১। নাম কী?নামের অর্থ কী?
২।ক্যাডার চয়েস লিস্ট বলেন?
৩। Why do you want to be a diplomat?
৪। কূটনীতিক হিসাবে কাকে রিপ্রেজেন্ট করবেন?
৫। What is blue economy?
৬।বাংলাদেশে ব্লু ইকোনমির সম্ভাবনা কী?কেমন?
৭। Say 4 sentences about your country.
৮।একজন জেলা প্রশাসকের তিনটি গুণের নাম বলেন।
৯।মুক্তিযুদ্ধের স্তর গুলো বলেন।
১০।ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূত্র কী?
১১। কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়?
১২।বঙ্গবন্ধু গ্রেপ্তার হয় কত তারিখে? মুক্তি পায় কবে? বঙ্গবন্ধু উপাধি পায় কবে?
১৩।১ নং সেক্টর কোনটা ছিল? কমান্ডার কে ছিল?
১৪।সর্ব কনিষ্ঠ বীরশ্রেষ্ঠ কে?
১৫।বর্তমান জব বিষয়ে কিছু প্রশ্ন।

Comments
Post a Comment