চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
## চর্যাপদ সম্পর্কিত ব্যতিক্রমধর্মী কিছু প্রশ্ন :-
# চর্যা কথার অর্থ কী?
উঃ আচরণীয়।।
# হরপ্রসাদ শাস্ত্রী কত বারের প্রচেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন?
উঃ.তৃতীয় বার।
# চর্যাপদের তিব্বতী কে
আবিষ্কার করেন?
উঃ প্রবোধচন্দ্র বাগচী।
# হরপ্রসাদের আগে পুঁথি আবিষ্কারে কার দায়িত্ব ছিল
উঃ রাজেন্দ্রলাল মিত্র।
# চর্যার কোন পদকার নিজেকে বাঙালি বলে
পরিচয় দিয়েছেন? কত সংখ্যক পদে?
উঃ.ভুসুকুপা..৪৯ নং পদে।
# চর্যাপদে কোন কোন নদীর
নাম পাওয়া যায়?
উঃ.গঙ্গা যমুনা।
# চর্যাপদে উল্লিখিত একমাত্র ফলের নাম কি?
উঃ.তেঁতুল।
# চর্যার কোন কবিকে চিত্র ধর্মী কবি বলা হয়?
উঃ.ভুসুকপা।
# চর্যাপদের পত্র সংখ্যা কত?
উঃ.৬৯।
# চর্যাপদের ভাষাকে কে হিন্দী বলে দাবী করেছেন?
Ans.বিজয় চন্দ্র মজুমদার।
# চর্যাপদ এর পুঁথি টি কার ওপর লেখা?
Ans. তালপাতা
# চর্যাপদের কত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে?
Ans.১৭ সংখ্যক পদে।
# চর্যায় কোন খেলার উল্লেখ আছে?
Ans.নয়বল বা দাবা।
# চর্যায় মোট কতগুলো রাগ আছে?
Ans.১৭ টি।
# চর্যাপদের ভাষা যে বংলা তা কে প্রমাণ
করেন?
Ans.১৯২৬ সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
# চর্যার ভাষা যে হিন্দি নয় তা কে প্রমাণ
করেন?
Ans.সুকুমার সেন।
# চর্যাপদে চিত্রত জনগোষ্ঠীর নাম
বলুন???
Ans.তাঁতি,ব্যাধ,শবর, মাহুত,শুঁড়ি,কাপালিক।
# চর্যাপদের দুজন বিদেশি গবেষকের
নাম করুন।
Ans.জি তাকি,,আর্ণল্ড বেক।
# .চর্যাপদে উল্লিখিত মালা ও ফুলের নাম
বল
Ans..গুঞ্জরি ফুলের মালা.কার্পাস ফুল
# চর্যার কোন পদকর্তা নিজেকে বাঙালি
বলে দাবি করেছেন?,
Ans.ভুসুকু পা।
# চর্যার পদে বাংলা দেশের কোন
নদীর নাম আছে??,
Ans.পদ্মা নদীর
# রাইতু বলে কোন কবি নিজেকে দাবি
করেছেন
Ans.ভুসুকু পা।
# রাইতু কথার অর্থ কী?
ans.রাজপুত।
# পদ্মা নদীর উল্লেখ কাঁর কততম পদে
আছে?
Ans.ভুসুকু পা এর ৪৯ নং পদে
# ভুসুকুপা র আসল নাম কি?
Ans..শান্তি দেব।
# বেশিরভাগ পদ কয়টি চরণে লিখিত?
Ans.১০টি।
# চর্যার ভাষাকে কে সন্ধাদেশের ভাষা
বলেছেন।
Ans.পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।
# চর্যাপদকে মৈথিলী ভাষার আদি নিদর্শন
কে বলেছেন?
Ans..জয়কান্ত মিশ্র তাঁর
# নবচর্যাপদের সম্পাদক কে?
Ans.অসিতকুমার বন্দ্যোপাধ্যায।
# চর্যার কোন কবিকে অনুত্তরস্বামী
বলা হয়েছে?,
Ans.চাটিল পা,
# চর্যাপদে কযটি প্রবাদ বাক্য আছে?,
Ans. ৬ টি
# চর্যাপদে কোন কোন যান চলাচলের
উল্লেখ আছে?,
Ans. রথ,হাতি,নৌকা,

Comments
Post a Comment