Real BCS Viva
![]() |
| copyright©pixabay |
বোর্ডঃ বিজ্ঞ অধ্যাপক ড. নূরজাহান বেগম
সিরিয়ালঃ১৫/১৭
পছন্দক্রমঃ পররাষ্ট্র, প্রশাসন,ট্যাক্স....
সময়ঃ ২৩-২৭ মিনিট
১)প্রথম পছন্দ কি?
২)এমন একটা দেশের নাম বলো যে দেশটা এমন একজন চালায় যে লোক একটা সময় বাংলাদেশে থেকেছিলেন?
৩)এমন একটা দেশের নাম বলো যে দেশের রাজপরিবারের সদস্য তার নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে?
৪) সেই লোকের নাম কি? কি অপরাধ করেছিল?
৫)Mention 5 Asian countries where kinghood still remains?
৬) What is the basic difference between a High-commissioner and an Ambassador?
৭) রাষ্ট্রপতি শাসিত এশিয়ার ৫ টি দেশের নাম বলুন?
৮) প্রধানমন্ত্রী শাসিত এশিয়ার ৫ টি দেশের নাম বলুন?
৯) Evaluate Donald Trump as a president. (2 min)
১০) Show your letter of Credential as an ambassador of Bangladesh to Saudi Arabia.
১১) Give me a realistic solution to Rohingya crisis.
১২)বধ্যভূমি কি? শব্দটা বিশ্লেষণ করে বলো।
১৩) Describe the relation between China and Japan?(2 মিনিট সময় দিয়েছে)
১৪) ঘুম থেকে উঠে শুনছো বিশ্বযুদ্ধ লাগছে। কেন লাগছে বলে মনে হয়?
১৫) Describe NATO and Russia crisis with your own opinion.(তখনও যুদ্ধ লাগেনি)
১৬)Who is the president of Singapore?
১৭) এখন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় আছেন? (সেদিন তিনি দুপুর ১২ টায় বিমানে করে মালদ্বীপ যাচ্ছিলেন)
১৮) মালদ্বীপের সাথে কয়টা চুক্তি হওয়ার কথা কয়টা MOU?
১৯) Tell me details about these MOU and treaty?
২০) কয়েকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের নাম জিজ্ঞেস করেছিলেন।
21) What is QUAD and RCEP?
(আরও কিছু প্রশ্ন ছিল। সবকিছু মনে নাই। ৭০ ভাগ প্রশ্ন ইংরেজিতে ছিল। ডাবল মাস্ক পড়তে হয়েছিল।জোরে জোরে কথা না বললে শোনা যাবে না,এক্সামিনারদের কাছ থেকে দূরত্ব খানিকটা বেশি। মাস্ক ভালো করে মুখে না লাগায় কথা বলার সময় বার বার পড়ে যাচ্ছিল আর টেনে তুলতে হচ্ছিল।এই ছোট বিষয়টা মানসিক আতঙ্ক বাড়াচ্ছিল।শেষমেশ Evaluate Donald Trump as a president প্রশ্নের উত্তরের মাঝখানে হঠাৎ নার্ভাস হয়ে পড়ি। পরে কিছু সহজ উত্তরও ভালো দিতে পারিনি।আগে থেকে মুখের সাথে মানানসই মাস্ক নিয়ে যাবেন।)
ধন্যবাদ
.jpeg)
Comments
Post a Comment